কালীপুজোর আগে বৃষ্টির পূর্বাভাস

মাঝে আর একটা সপ্তাহ। তারপরই ফের উৎসবে মেতে উঠবে গোটা দেশ। ত্রয়োদশীতে ধনতেরাস থেকেই মাতোয়ারা হবেন দেশবাসী। পিছিয়ে থাকছে না এ রাজ্যও। বাঙালিদের জীবনে দেওয়ালি তেমন গুরুত্বপূর্ণ উৎসব না হলেও এই সময়েই কালীপুজো গোটা রাজ্যটাকে উৎসবে মুখর করে তোলে। এই উৎসব চলে ভাইফোঁটা পর্যন্ত। কিন্তু সেই উৎসবে মেতে ওঠার আগেই একপ্রস্ত বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। সৌজন্যে বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত।
দুর্গাপুজো থেকেই দেখা গেছে রাত হলেই তাপমাত্রা পড়ছে। হেমন্তে যেমন হয়। এই যে তাপমাত্রা পড়তে থাকার প্রবণতা, এর হাত ধরেই ক্রমে শীত প্রবেশ করে। জাঁকিয়ে বসে। এই তাপমাত্রার পতন চলতি সপ্তাহের শেষ থেকেই উধাও হবে। পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে বাতাসে বাড়তে থাকবে জলীয় বাষ্প। আগামী সপ্তাহের শুরু থেকেই যার হাত ধরে শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এই বৃষ্টি হবে। ঘূর্ণাবর্ত কাটলে ফের যেমন রাতের দিকে ঠান্ডা হচ্ছিল পরিবেশ। তেমনটা হতে থাকবে।