State

বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা, রাজ্যে কবে কোথায় বৃষ্টি

চলতি সপ্তাহের মধ্যভাগে বৃষ্টির জল আচমকা বাড়তে থাকা উত্তাপে লাগাম টেনেছে। এদিকে ফের বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার। অন্যদিন কবে কোথায় বৃষ্টি।

চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস তো আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। তবে শনিবারের সকালের আবহাওয়ায় সে ইঙ্গিত নেই। ঝলমলে আকাশ। রোদের সঙ্গে দমকা হাওয়া উত্তর থেকে বইছে। যাতে এদিন অনেকের বাড়িতেই সকালে ফ্যান লাগেনি। তবে শনিবার কিন্তু দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি বা হালকা বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় মিলবে তা বুঝতে বেশি অপেক্ষা করতে হবেনা। তবে শনিবারেই শেষ নয়। বৃষ্টির পূর্বাভাস কিন্তু তার পরেও রয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ৫ দিনের মধ্যে। পূর্ব মেদিনীপুরে রবিবার, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পুরুলিয়ায় সোম, মঙ্গল ও বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সোমবার ছাড়া সব দিনই বৃষ্টির সম্ভাবনা প্রবল। পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় আবার রবিবার ছাড়া বুধবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে।

বীরভূমে আবার মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অবশ্য তুলনায় বৃষ্টি কম হবে। আবহাওয়া মূলত শুকনোই থাকবে।

এখন কিন্তু প্রতি সপ্তাহেই কোথাও না কোথাও বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে। এই বৃষ্টি অবশ্য এভাবে মাঝেমাঝেই চলতে থাকলে তা অসহ্য গরম পরিবেশকে তীব্র দহন জ্বালার অবস্থায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রাচীর হয়ে দাঁড়াবে। সেটাই চাইছেন সকলে। কারণ এই সবে শুরু। এরপর ৪ মাস ধরে অসহ্য গরমে জ্বলতে হবে রাজ্যবাসীকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *