Business

এয়ার ইন্ডিয়ায় ৪৯ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড় কেন্দ্রের, সিঙ্গল ব্র্যান্ডে ১০০ শতাংশ


ভারতে এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের শর্ত অনেকটাই শিথিল করল কেন্দ্র। এদিন কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে অসামরিক বিমান পরিবহণ, সিঙ্গল ব্র্যান্ড রিটেলে এফডিআই-এর নিয়ম অনেকটাই সরলীকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


ভারতে যেসব বেসরকারি বিমান সংস্থা অসামরিক বিমান পরিবহণের সঙ্গে যুক্ত তাদের ৪৯ শতাংশ শেয়ার বিদেশি উড়ান সংস্থা কিনতে পারে। কিন্তু এয়ার ইন্ডিয়া এতদিন এর থেকে দূরে ছিল। রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে এই অনুমতি ছিল না। বেশ কিছুদিন ধরেই এয়ার ইন্ডিয়ার ঘাটতি মাথায় রেখে তার বিলগ্নিকরণের প্রস্তাব সরকারের দিক থেকে আসছিল। এদিন ক্যাবিনেট সে বিষয়ে সিদ্ধান্ত নিল। এখন থেকে এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রেও বিদেশি উড়ান সংস্থা ৪৯ শতাংশ লগ্নি করতে পারবে বলে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট। এতে এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবন সম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।


অন্যদিকে এতদিন ভারতে সিঙ্গল ব্র্যান্ড রিটেলে সরাসরি ৪৯ শতাংশ এফডিআই-এর জন্য কোনও অনুমতি লাগত না। তারপরেও এফডিআই সম্ভব ছিল, কিন্তু তার জন্য সরকারের কাছ থেকে অনুমতিপত্র লাগত। এদিন ক্যাবিনেট সিঙ্গল ব্র্যান্ড রিটেলে সরাসরি ১০০ শতাংশ এফডিআই-তে অনুমোদন দিয়েছে। যার ফলে বিদেশি অনেক সংস্থা ভারতে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতকে বিশ্বের লগ্নি মানচিত্রে একটি অন্যতম ভূখণ্ড করে তুলতে এদিনের কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞেরা।




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *