Entertainment

ইদ শুধু পাকিস্তানিদের নয়, নেটিজেনদের বিঁধলেন আদনান সামি

বাংলা নববর্ষের এখনও বেশ কিছুদিন বাকি। তার আগে রবিবার কয়েকটি রাজ্যে মহা সমারোহে পালিত হয়ে গেল নববর্ষ। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র এই ৪ রাজ্যে চৈত্রের শুরুতেই পালন করা হয় ‘উগাড়ি’ ও ‘গুডি পাড়ওয়া’। রবিবার ট্যুইটারে নতুন বছর অর্থাৎ উগাড়ি ও গুডি পাড়ওয়া উপলক্ষে শুভেচ্ছা জানান গায়ক আদনান সামি। সম্প্রতি তিনি পাকিস্তানের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এখন তিনি ভারতেরই স্থায়ী বাসিন্দা। আদনানের এমন ঠিকানা বদল ভাল মনে নেয়নি তাঁর বেশ কিছু পাকিস্তানি অনুরাগী। তার ওপর মুসলিম হয়ে হিন্দু ধর্মের উৎসবে শুভেচ্ছা জানানোয় আদনানের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন পাক নেটিজেনদের একাংশ। গায়কের পোস্টের উত্তরে জনৈক ভক্ত তাই উপদেশের ছলে বেঁধার চেষ্টা করেছেন আদনানকে। উগাড়ির মত ইদের শুভেচ্ছা জানাতে গায়ক যেন না ভোলেন। কটাক্ষের ভাষাতে গায়ককে ঠুকে কথা বলার চেষ্টা করেছেন প্রতিবেশি দেশের ভক্তেরা। নেটিজেনদের বাঁকা মন্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েননি আদনানও। ট্যুইটারে পাল্টা ঢিলের বদলে পাটকেল ছুঁড়েছেন তিনি।

অনুরাগীদের তিনি মনে করিয়ে দিয়েছেন, ইদ শুধু পাকিস্তানের মুসলমানদের উৎসব নয়। ইদ সারা বিশ্বের মুসলিমদের উৎসব। তাই এমন বৃহত্তর উৎসবের সঙ্গে ভারত-পাকিস্তানকে যুক্ত করা উচিত নয় বলেই মুসলিম অনুরাগীদের পরামর্শ দিয়েছেন আদনান। সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন যে ঘটনাচক্রে পাকিস্তানের চেয়ে ভারতে মুসলমানের সংখ্যা বেশি।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button