National

চার্জে বসিয়ে ফোনে গল্প, বিস্ফোরণে প্রাণ গেল তরুণীর


ফোনের নেশা সর্বনাশা। ওড়িশার এক তরুণীর মর্মান্তিক মৃত্যুতে আরও একবার তার প্রমাণ মিলল। চার্জে বসানো ফোনে কখনোই কথা বলা উচিত নয়। বারবার স্মার্টফোন ব্যবহারকারীদের এই নিয়ে সতর্ক করে দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেকথা কানে তোলেন না অনেকেই। ওড়িশার ঝারসুগুড়া জেলার খেরিয়াকেনি গ্রামের বাসিন্দা উমা ওরাঁও নামের তরুণীও সম্ভবত সেই নিষেধে কান দেননি।


গত শুক্রবার ফোনের চার্জ ফুরিয়ে গিয়েছিল বছর ১৮-র তরুণীর। তাঁর পরিবারের দাবি, সেইসময় এক আত্মীয় উমাকে ফোন করছিলেন। চার্জে থাকা অবস্থাতেই ফোনে আত্মীয়ের সঙ্গে বার্তালাপে মগ্ন হয়ে পড়েন উমা। পুলিশের প্রাথমিক অনুমান, চার্জের কারণে তরুণীর ফোনের ব্যাটারি খুব গরম হয়ে গিয়েছিল। তার ওপরে ওই অবস্থায় ফোনে কথা বলার কারণেই ঘটে যায় বিপত্তি। কানে ফোন ধরে থাকা অবস্থাতেই মোবাইলের ব্যাটারিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তরুণীর হাত, বুক ও পা সহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *