Entertainment

সিনেমায় তিনিই শাহরুখ, এবার অন্যরকম শাহরুখের চরিত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়

এ সিনেমায় তিনি শাহরুখ। যা শুনে তিনি কার্যত ঘাবড়ে গিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর শাহরুখ হওয়া নিয়ে এখন অবশ্য অতটা চাপে নেই।

সিনেমার চিত্রনাট্য তখনও তিনি হাতে পাননি। তার আগেই তাঁকে জানিয়ে দেওয়া হয় সিনেমায় তিনিই শাহরুখ। তাঁকে এক রোমান্টিক হিরোর ভূমিকায় অভিনয় করতে হবে। তাও আবার অন্য কেউ নন, একদম শাহরুখ! শুনে একটু চাপেই পড়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এমন চরিত্র তো তিনি কখনও করেননি। কীভাবে সামলাবেন! এরপর হাতে আসে চিত্রনাট্য। চিত্রনাট্য পড়ার পর তাঁর চাপ অনেকটাই কেটে যায়।

চিত্রনাট্যে এমন কি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক জানিয়েছেন, চিত্রনাট্য পড়ার পর তিনি জানতে পারেন তিনি সিনেমায় শাহরুখ ঠিকই, তবে এ শাহরুখ বলিউড সুপারস্টার শাহরুখ নন।

এই শাহরুখ এক সাদামাটা আম নাগরিক। যিনি মানসিক অবসাদে ভুগছেন। সারাক্ষণই তাঁর মন খারাপ থাকে। তবে পূজা নামে এক তরুণীর সঙ্গে পরিচয়ের পর তাঁর জীবনটা বদলে যায়।


বলিউড অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মির্জাপুর, স্ত্রী, ভেড়িয়া, পাতাল লোক এবং এমন নানা সিনেমা ও সিরিজের জন্য ইতিমধ্যেই নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছেন। তাঁর অভিনয় প্রতিভাকে সম্মান জানাচ্ছেন সিনেমা বোদ্ধারাও।

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @nowitsabhi

‘ড্রিম গার্ল ২’ সিনেমার প্রধান আকর্ষণ অবশ্যই আয়ুষ্মান খুরানা। তবে অভিষেকের চরিত্রটিও যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাস্টিং ডিরেক্টর হিসাবেও সফল।

অভিষেক অভিনয়ের জন্য বিখ্যাত হলেও বলিউডে কিন্তু তিনি কাস্টিং ডিরেক্টর হিসাবেও সুপরিচিত। এক বঙ্গ সন্তানের এই সাফল্য অবশ্যই বাঙালিদের কাছে গর্বের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button