Entertainment

বাবা আমার জন্য বানাননি বরং আমি বাবার জন্য সিনেমা বানিয়েছি

তাঁর বাবা তাঁর জন্য কখনও সিনেমা বানাননি। বরং তিনিই তাঁর বাবার জন্য একটি সিনেমা বানিয়েছেন। এবার মুখ খুললেন অভিষেক বচ্চন।

মুম্বই : তাঁর বাবা তাঁর জন্য কখনও সিনেমা বানাননি। কাউকে একবার ফোন তুলেও বলেননি তাঁকে সুযোগ দেওয়ার জন্য। বরং তিনিই তাঁর বাবার জন্য ‘পা’ নামে একটি সিনেমা বানিয়েছেন। এভাবেই এবার মুখ খুললেন অভিষেক বচ্চন।

বলিউডে তাঁর কিংবদন্তি বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেকের তুলনা করা হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রায়ই বিদ্রূপ সহ্য করতে হয়। বাবা না থাকলে তিনি আসলে কিছুই নন, এটা তাঁকে বারবার মনে করিয়ে দেন অনেকে। সেসব বিদ্রূপ এতদিন মুখ বুজেই সহ্য করেছিলেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন। এবার তিনি মুখ খুললেন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

অভিষেক দাবি করেছেন, সিনেমা ইন্ডাস্ট্রি একটা ব্যবসা। যদি প্রথম সিনেমার পর কেউ দেখেন যে অভিনেতাকে দিয়ে ব্যবসা হচ্ছেনা তাহলে পরের সিনেমা তিনি পাবেন না। এটাই ইন্ডাস্ট্রির কঠোর বাস্তব।

অভিষেক বলেন, যদি কোনও সময় দেখা যায় যে তাঁর সিনেমা ভাল চলছে না, তাঁকে সরিয়ে অন্য কাউকে অন্য কোনও রোল দিয়ে দেওয়া হচ্ছে বা কোনও সিনেমা শুরু করেও বাজেটের জন্য তা বন্ধ হয়ে গেছে তাহলে বুঝতে হবে তিনি ওই সময় ব্যবসা দিতে পারছেন না। তখন কিন্তু তিনি অমিতাভ বচ্চনের পুত্র বলে, রূপোর চামচ মুখে করে জন্মেছেন বলে লাভ নেই।

বারবার সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়তে হয়েছে অভিষেককে। বলিউডে স্বজনপোষণের কথা বলতে গেলে অনেকেই তাঁর উদাহরণ দিচ্ছেন। এসব দেখার পরই হয়তো এবার আত্মপক্ষ সমর্থনে মুখ খুললেন অভিষেক। বর্তমানে তিনি লুডো নামে একটি সিনেমা নিয়ে ব্যস্ত।

অনুরাগ বসু-র পরিচালনায় ‘লুডো’ সিনেমায় অভিষেক ছাড়াও রয়েছেন রাজকুমার রাও, আদিত্য রায় কাপুর, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠী, সানিয়া মালহোত্রা সহ অনেকে।

সিনেমাটি নেটফ্লিক্স-এ মুক্তি পাচ্ছে ১২ নভেম্বর। তার আগেই কার্যত নিজের ক্ষোভ উগরে দিলেন অভিষেক বচ্চন। বোঝানোর চেষ্টা করলেন আসলে ইন্ডাস্ট্রি কারও নয়। ইন্ডাস্ট্রি কেবল ব্যবসা বোঝে আর কিছু নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *