Entertainment

লাওয়ারিস মুক্তির ৪২ বছর পর অমিতাভ বচ্চন সম্বন্ধে গোপন কথা জানালেন জিনাত আমান

অমিতাভ বচ্চন ও জিনাত আমানের জুটি পর্দায় যথেষ্ট জনপ্রিয় ছিল। সেই অমিতাভ বচ্চনের এক রহস্য সকলকে জানিয়ে দিলেন জিনাত আমান।

১৯৮১ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চন ও জিনাত আমান অভিনীত সিনেমা ‘লাওয়ারিস’। সুপার হিট সিনেমাটি মুক্তির পর পার হয়ে গেছে ৪২ বছর। সেই সিনেমার স্মৃতির কথা ভাগ করে নিলেন অভিনেত্রী জিনাত আমান।

সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পার্পল রংয়ের জাম্পশ্যুটে ওই সিনেমার একটি ছবিও পোস্ট করেন অভিনেত্রী জিনাত আমান। জানান, সেসময় কাশ্মীরে লাওয়ারিস-এর শ্যুটিং চলছিল। ২-৩ দিন ধরে চলত একটি গানের শ্যুটিং।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সে সময় জিনাত আমান লন্ডনে আবার এক বন্ধুকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সোজা হাজির হন কাশ্মীরে লোকেশনে। এদিকে পরিচালক প্রকাশ মেহরা আবার সে সময় অসুস্থ ছিলেন। তাঁর সহকারীরাই শ্যুটিং সারছিলেন।

জিনাত বলেন, শ্যুটিংয়ে সবচেয়ে সময়ানুবর্তী এবং শিষ্টাচারসম্পন্ন মানুষ ছিলেন অমিতাভ বচ্চন। তিনি নিজেও এই ২ গুণের অধিকারী বলে জানান জিনাত। তাঁরা ২ জনই কর্মস্থলের নীতি মেনে চলায় বিশ্বাসী ছিলেন।

জিনাতের দাবি, অমিতাভ বচ্চন এবং তাঁর এই মিলগুলি তাঁদের জুটিকে এত জনপ্রিয় করেছিল সে সময়। পর্দায় তাঁদের জুটি এত জনপ্রিয়তা অর্জন করে। অমিতাভ বচ্চন কখনও শ্যুটিংয়ে দেরিতে পৌঁছতেন না বলেও জানান জিনাত।

লাওয়ারিস করার সময় অতিমাভ বচ্চন কিন্তু বলিউডের ১ নম্বর জায়গাটায় পৌঁছ গেছেন। তাঁর নামে হিট হচ্ছে সিনেমা। কিন্তু সে সময়ও তাঁর এই নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এখনকার অনেক অভিনেতা অভিনেত্রীর মধ্যে খুঁজে পাওয়া যায়না বলে নানা অভিযোগ সামনে আসে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *