সবচেয়ে লম্বা সময়ের বিমান যাত্রা, তৈরি হল নতুন রেকর্ড, প্রায় ২০ ঘণ্টা একটানা বিমানে
সবচেয়ে লম্বা সময়ের বিমান যাত্রার ক্ষেত্রে এতদিনের রেকর্ড ভেঙে গেল। এবার অন্য রুটে তৈরি হল এই রেকর্ড। যেখানে যাত্রীদের একটানা প্রায় ২০ ঘণ্টা বিমানে যাত্রা করতে হচ্ছে।

বিমানে যাত্রার সময় তো আর শোওয়া যায়না। বসে থাকতে হয়। এভাবে ঠায় বসে থাকাটা অত্যন্ত ক্লান্তিকর। অনেক সময় ৪-৫ ঘণ্টা টানা বিমান যাত্রাতেই ক্লান্ত হয়ে পড়েন বহু যাত্রী। সেখানে একটানা প্রায় ২০ ঘণ্টা যাত্রা! এটাই এখন নতুন রেকর্ড তৈরি করেছে।
চিনের শিয়ামেনএয়ার বিমান সংস্থা চিনের ফুঝোঊ থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর পর্যন্ত উড়ান চালাচ্ছে। এটি একটানা যাত্রা। মাঝে বিমানটি কোনও বিমানবন্দরে নামবে না। এই একটানা পথ অতিক্রম করতে তার সময় লাগছে ১৯ ঘণ্টা ২০ মিনিট। এটাই এখন বিশ্বে বিমানে সবচেয়ে লম্বা সফর।
এতদিন সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে জন এফ কেনেডি বিমানবন্দর পর্যন্ত উড়ানটিই ছিল সবচেয়ে লম্বা সফর। তাকে পিছনে ফেলে দিয়েছে এই উড়ান। যদিও ফারাক মাত্র ১০ মিনিটের। কিন্তু ১০ মিনিট বেশি সময় নিচ্ছে শিয়ামেনএয়ার।
শিয়ামেনএয়ার এই পথ অতিক্রম করতে রাশিয়ার আকাশ এড়িয়ে চলছে। এতে তাদের একটু ঘুরপথ নিতে হচ্ছে। যাতে সময় বেশি যাচ্ছে। সেজন্যই ১৯ ঘণ্টা ২০ মিনিটের এই যাত্রা।
প্রায় ১ দিন ধরে টানা বিমানে বসে কাটাতে হচ্ছে যাত্রীদের। কোথাও নামার উপায় নেই। এখন অবশ্য লম্বা উড়ানের চল ক্রমশ বাড়ছে। বিমানে এখন অতিরিক্ত জ্বালানি বহনের উপায় তৈরি হয়েছে। ফলে জ্বালানির সমস্যা হচ্ছেনা। লম্বা উড়ানের প্রয়োজনীয় জ্বালানি অনায়াসেই রাখা থাকছে বিমানে।