Kolkata

কংগ্রেসের পরিষদীয় নেতা নির্বাচন শুক্রবার

বিধানসভা নির্বাচনে ৪৪টি আসন নিয়ে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে কংগ্রেস। নিয়মমাফিক এবার প্রদেশ কংগ্রেসের পরিষদীয় দলনেতা নির্বাচনের পালা। সেই পরিষদীয় দলনেতা নির্বাচন করতেই শুক্রবার আলোচনায় বসছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। সেজন্য কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বের তরফে হাজির থাকবেন অম্বিকা সোনি ও সিপি জোশী। তাঁরা প্রদেশ নেতৃত্বের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে কংগ্রেসের অন্দরমহলের খবর পরিষদীয় দলনেতার দৌড়ে এগিয়ে আছেন মানস ভুঁইয়া ও আবদুল মান্নান। এঁদের মধ্যেই একজন হতে চলেছেন পরিষদীয় নেতা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button