
বীরভূমের মল্লারপুরে লরি-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১ জনের। বুধবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর। ঘটনার পরই ১০ চাকার লরিটিতে আগুন ধরে যায়। ২টি গাড়ির গতিই যথেষ্ট ছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। তাছাড়া সকালের দিকে কুয়াশার চাদর থাকায় দৃশ্যমানতা কম থাকছে। যা দুর্ঘটনা ঘটাচ্ছে। যদিও এলাকাবাসীর দাবি মল্লারপুরের এই জায়গায় দুর্ঘটনা এই প্রথম নয়। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে।
বুধবার পিকআপ ভ্যানের সঙ্গে লরিটির মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের সামনের অংশ দলা পাকিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যান চালকের। অন্যদিকে দুর্ঘটনার পর লরিটিতে আগুন ধরে যায়। যদিও আগুন নিজে থেকেই লেগেছে, নাকি লাগানো হয়েছে তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়। তবে এই দুর্ঘটনার জেরে ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। থমকে যায় বহু গাড়ি। অবস্থায় স্বাভাবিক হতে বেলা গড়িয়ে যায়।













