State

রাস্তার পাশে উদ্ধার মহিলার গলাকাটা দেহ

Published by
News Desk

উত্তর দিনাজপুরের ইটাহারের ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পরিত্যক্ত রাইস মিল। তার পাশে ঘাস জমিতে পড়ে এক মহিলার অর্ধবিবস্ত্র দেহ। সিঁথির সিঁদুর বলে দিচ্ছে মৃত মহিলা বিবাহিতা। পরনের পোশাক আলুথালু। রক্তাক্ত মুখ, কাটা গলা। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন। বুধবার সাতসকালে এমন বীভৎস দৃশ্য দেখে রীতিমত ঘাবড়ে যান প্রাতঃভ্রমণকারীরা।

খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। মৃত মহিলার পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত মহিলাকে প্রথমে ধর্ষণ করা হয়। তারপরে তাঁকে খুন করে পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়া হয়। মহিলার রহস্যমৃত্যুর সাথে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করছে পুলিশ।

Share
Published by
News Desk