
পূর্ব মেদিনীপুরের হলদিয়া মহকুমা শাসকের কাছে স্বেচ্ছামৃত্যু চেয়ে আবেদন জানাল এক অন্তঃসত্ত্বা কিশোরী। এমন আজব আবেদনে রীতিমত শোরগোল পড়ে গেছে। প্রশাসনের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রেমের সম্পর্কে অনেক সময় ঘনিষ্ঠতা চরম পর্যায়ে পৌঁছয়। প্রেমিকার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা সামনে আসে। পূর্ব মেদিনীপুরের খানপুর গ্রামের এক কিশোরীও বর্তমানে সন্তানসম্ভবা। তার দাবি, মাস আষ্টেক আগে স্থানীয় যুবক সিন্টু মণ্ডলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর তাদের ঘনিষ্ঠতা বাড়ে। কিশোরীর দাবি, সিন্টু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে। ফলে একসময়ে সে সন্তানসম্ভবা হয়ে পড়ে। এই অবস্থায় বিয়ের কথা উঠতেই আচমকা গ্রাম ছেড়ে চম্পট দেয় সিন্টু। কিশোরীর পরিবারের দাবি, সিন্টু বিয়েতে রাজি নয়। সে পালিয়েছে। পুলিশের কাছে গিয়েও উপযুক্ত সাহায্য মেলেনি। এই অবস্থায় অসহায় বোধ করে ওই কিশোরী স্বেচ্ছামৃত্যু চেয়ে আবেদন জানিয়েছে। আর তাতেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। সিন্টুকে পাকড়াও করতে সব থানাকে সতর্ক করা হয়েছে।













