
দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে রেল লাইনের ধারে মাছের বাজার নতুন নয়। বেশ কয়েকবার এখান থেকে মাছের বাজার তুলে দেওয়ার পরও যে কে সেই। কদিন গেলেই ফের সকলে মাছের পসরা সাজিয়ে লাইনের ধারেই বসে পড়েন। রবিবার সকাল তখন ৬টা। চম্পাহাটির রেল লাইনের ওপরই বসে পড়েছিলেন ৩ মাছ ব্যবসায়ী। বিকিকিনিও চলছিল। এমন সময় আচমকাই চলে আসে ক্যানিং লোকাল। পালাবার সময় পাননি ৩ জন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন সম্পর্কে ভাই-বোন। মৃতরা সকলেই স্থানীয় তাড়দহের বাসিন্দা। রেলের লাইনের ওপর ঝুঁকি নিয়ে এভাবে মাছের বাজার বসাতেই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা।