
প্রকাশ্যে মদ্যপান করার অপরাধে কয়েকজন যুবককে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ। আর তাতেই তাণ্ডবের মুখে পড়তে হল তাঁদের। তাও একেবারে থানায় ঢুকে! পুলিশ সূত্রের খবর, কেন ওই যুবকদের গ্রেফতার করা হয়েছে তা জানতে চেয়ে জনা ৩০ যুবক থানায় ঢুকে তাণ্ডব শুরু করে। চলে যথেচ্ছ ভাঙচুর। মারধর করা হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। উন্মত্ত যুবকদের হাত থেকে রেহাই পাননি এক মহিলা পুলিশকর্মীও। অভিযোগ থানার মধ্যেই তাঁর শ্লীলতাহানি করা হয়। এই ঘটনায় পরে ৪ জনকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ।













