ভারতের প্রাচীনতম ১০টি স্কুলের ৫টিই বাংলায়, কোন কোন স্কুল রয়েছে তালিকায়
ভারতে স্কুল নামক প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার শুরু অষ্টাদশ শতাব্দীর প্রায় শুরুতে। দেশের প্রাচীনতম ১০টির মধ্যে ৫টি স্কুলই এ রাজ্যে অবস্থিত।
ভারতে শিক্ষার প্রসার, পঠনপাঠনে গুরুকুলের ভূমিকা বা অন্য পদ্ধতিতে শিক্ষাদানের পরম্পরা বহু প্রাচীন। তবে প্রথাগত স্কুল শিক্ষার শুরু ১৭১৫ সালে। তৎকালীন মাদ্রাজ শহরের সেন্ট জর্জেস অ্যাংলো ইন্ডিয়ান হায়ার সেকেন্ডারি স্কুল দিয়েই দেশে প্রথাগত স্কুল শিক্ষার পথচলা শুরু। এরপর দীর্ঘ বছরের অপেক্ষা। ফের তৈরি হয় অন্য স্কুল। এভাবে অনেক বছর পরপর ভারতে স্কুল তৈরি হতে থাকে।
ভারতের যে প্রাচীনতম ১০টি স্কুল রয়েছে তার মধ্যে কিন্তু ৫টিই এই বাংলায় তৈরি হয়েছিল। এটা অবাক করলেও বাস্তব। বাংলা কার্যত সে সময় স্কুল শিক্ষার প্রসারে পথিকৃতের ভূমিকা নিতে পেরেছিল।
বাংলার যে ৫টি স্কুল দেশের প্রথম ১০টি স্কুলের তালিকায় জায়গা করে নিয়েছে তার মধ্যে প্রথমটি ছিল সেন্ট থমাস স্কুল। কলকাতার খিদিরপুরে অবস্থিত এই স্কুলটি তৈরি হয় ১৭৮৯ সালে। এরপর ১৮১২ সালে কলকাতার অদূরে হুগলিতে তৈরি হয় দ্বিতীয় স্কুলটি। নাম হুগলি কলেজিয়েট স্কুল।
এরপর পর ১৮১৭ সালে কলকাতায় তৈরি হয় হিন্দু স্কুল। হিন্দু স্কুল তার পথচলা শুরুর পরের বছরই তৈরি হয় হেয়ার স্কুল। হিন্দু স্কুলের ঠিক বিপরীত দিকে তৈরি হয় হেয়ার স্কুল। এরপর ১৮২৩ সালে দার্জিলিঙয়ে তৈরি হয় সেন্ট পলস স্কুল।
এই ৫টি স্কুল ছিল দেশের প্রাচীনতম ১০টি স্কুলের মধ্যে ৫টি স্কুল। যা কেবল এই রাজ্যেই তৈরি হয়েছিল। এছাড়া প্রথম স্কুলটি মাদ্রাজে তৈরি হওয়া ছাড়াও কেরালার তিরুচিরাপল্লীতে ২টি, মুম্বই শহরে ১টি এবং পুদুচেরি শহরে ১টি স্কুল তৈরি হয়েছিল। যা প্রাচীনতম ১০টির তালিকায় জায়গা করে নিয়েছে।













