State

জ্বলছে গেঞ্জি কারখানা, খোঁজ নেই ৪ শ্রমিকের

গেঞ্জি কারখানায় আগুন লাগে রাত ৩টেয়। তারপর দুপুর পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কারখানায় থাকা ৪ শ্রমিকেরও খোঁজ নেই।

নিউ ব্যারাকপুরের বিলকান্দা এলাকায় একটি গেঞ্জি কারখানায় রাত ৩টেয় আগুন লেগে যায়। সেই আগুন ক্রমশ বাড়তে থাকে। ঝোড়ো হাওয়ার দাপট থাকায় আগুন দ্রুত কারাখানায় ছড়াতে থাকে।

দ্রুত হাজির হয় দমকল। তারপর থেকে দমকলের ১৬টি ইঞ্জিন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেই আগুনে নিয়ন্ত্রণ পায়নি। দমকলকর্মীরা হিমসিম খাচ্ছেন আগুন নেভাতে। কিন্তু ভিতরে আগুন একইভাবে জ্বলে চলেছে।

আগুন যেখানে জ্বলছে সেখান পর্যন্ত দমকলকর্মীরা পৌঁছতেই পারছেন না। সেখান পর্যন্ত পৌঁছতে রোবট ফায়ারফাইটার নিয়ে আসা হয়।

এদিকে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে হাজির হন দমকলমন্ত্রী সুজিত বসু। পুরো পরিস্থিতি দেখে প্রয়োজনীয় নির্দেশ দমকল আধিকারিকদের দেন তিনি।


রাজ্যে প্রায় লকডাউন কড়াকড়ি থাকলেও ওই কারাখানায় কাজ চলছিল বলেই অভিযোগ। রাতে কারখানাতেই ছিলেন ৪ শ্রমিক। আগুন লাগার পর থেকে তাঁদের কোনও খোঁজ নেই।

এমন মনে করা হচ্ছে তাঁরা ভিতরেই আটকে যান। তবে তাঁদের এখনও কোনও খোঁজ মেলেনি। সকাল থেকেই তাঁদের আত্মীয় পরিজনেরা চোখের জলে জ্বলতে থাকা কারখানার কাছে উদ্বিগ্ন অপেক্ষায় রয়েছেন।

আগুন জ্বলতেই থাকায় কারখানার দেওয়াল ভেঙে আগুন নেভানোর রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নেয় দমকল। এদিকে কারখানার পাশে একটি ওষুধের গোডাউনের মজুত ভাণ্ডারও আগুনের গ্রাসে চলে আসে। কিছুটা রক্ষা পায় পাশের একটি রং কারখানা।

Show Full Article
Back to top button