
সামনে বিয়েবাড়ি। সেখানে পড়ার জন্য মায়ের কাছে একটা নতুন জামার আবদার করেছিল মেয়েটি। কিন্তু তখনই জামা কেনায় সম্মতি দেননি মা। আর এতেই রাগে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় নবম শ্রেণির ওই কিশোরী। ঘরে ঢুকে গায়ে আগুন ধরিয়ে দেয় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহের নাজিরপুর এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিছক জামা না দেওয়া, নাকি এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ।













