
মধ্যরাত হলেও ইদ উপলক্ষে হাওড়ার মালিপাঁচঘড়ার রাস্তা সেজেছিল আলোর সাজে। বেশ কয়েকজন যুবক নিজেদের মধ্যে হৈহৈও করছিল। আচমকাই তারা দেখে এক ব্যক্তি জ্বলন্ত অবস্থায় তাদের দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য দেখে আতঙ্কে সেখান থেকে যে যেদিকে পারে ছুট দেয়। এদিকে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ওই ব্যক্তি দাউদাউ করে জ্বলতে জ্বলতে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন। স্থানীয়দের বক্তব্য টলত টলতে এগোনোর সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকারও করছিলেন তিনি। পরে কয়েকজন যুবক কম্বল জাতীয় জিনিস যোগাড় করে তার গায়ের আগুন নিভিয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। প্রায় ৬০ শতাংশ দগ্ধ ওই ব্যক্তি হাসপাতালে কোনওক্রমে পুলিশকে জানিয়েছেন তাঁর নাম সুক্কু সাউ। হাওড়ার ঘুসুড়ি এলাকার বাসিন্দা তিনি। তিনি সুরিন্দর নামে এক ব্যক্তির কাছে কিছু টাকা পেতেন। সেই টাকা চাইতে বুধবার সুরিন্দরের কাছে গেলে তার সঙ্গে সুরিন্দরের ঝগড়া হয়। অভিযোগ তারপরই তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় সুরিন্দর। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া পুলিশ। এটা খুনের চেষ্টা, নাকি এটা আত্মহত্যার চেষ্টা তা খতিয়ে দেখার চেষ্টা করছে।