Kolkata

বামেদের দ্বিতীয় তালিকা, বাড়ল জোট জট

কংগ্রেসের সঙ্গে আসন নিয়ে আলোচনার পথ খোলা রেখেই দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। দ্বিতীয় তালিকায় ৮৪ জনের নাম ঘোষণা করা হয়েছে।

এদিন আলিমুদ্দিনে তালিকা প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আগামী দিনে আলোচনার পর প্রয়োজনে তৃতীয় তালিকা প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে এদিন যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বাম কংগ্রেস জোট অনেকটাই ধাক্কা খেয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিনের তালিকায় মুর্শিদাবাদের ৭টি কেন্দ্র সহ অন্যান্য অনেক কেন্দ্রই কংগ্রেসের প্রার্থী থাকা সত্ত্বেও প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। ফলে সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই কতটা বন্ধুত্বপূর্ণ থাকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে বলেই মনে করা হচ্ছে।  এদিনের প্রার্থী তালিকায় ৫২টি নতুন মুখ জায়গা পেয়েছে।

দ্বিতীয় তালিকায় সংখ্যালঘু প্রাথীর সংখ্যা ২০। খড়দহ থেকে দাঁড়াচ্ছেন অসীম দাশগুপ্তই। মদন মিত্রের বিরুদ্ধে কামারহাটিতে এবারও বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়। যাদবপুরে প্রার্থী সুজন চক্রবর্তী, টালিগঞ্জে মধুজা সেনরায়। বেলেঘাটায় প্রার্থী করা হয়েছে রাজীব বিশ্বাসকে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রকাশ উপাধ্যায়।

নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে কবীর মহম্মদকে। নানুরে বাম প্রার্থী শ্যামলী প্রধান। আরজেডি ও জেডিইউ অনুরোধ করায় এদিন তাদের প্রার্থী তালিকাও ঘোষণা করেন বিমানবাবু। জোড়াসাঁকো ও ভাটপাড়া কেন্দ্রে প্রার্থী দিয়েছে আরজেডি। অন্যদিকে মধ্য হাওড়া ও ইসলামপুরে প্রার্থী দিয়েছে জেডিইউ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *