Kolkata

কমিশনকে অবমাননা, গ্রেফতার তৃণমূল নেতা

West Bengal Assembly Election 2016সকালে ভোট শুরুর কিছুক্ষণ পরের ঘটনা। কাশীপুরের নজরবন্দি তৃণমূল নেতা আনোয়ার খান দলীয় ক্যাম্প অফিসে দাঁড়িয়ে ফোনে কাউকে নির্দেশ দিচ্ছিলেন। কথোপকথন চলাকালীন আনোয়ার খানকে নির্বাচন কমিশন সম্বন্ধে অবমাননাকর শব্দ উচ্চারণ করতে শোনা যায়। ফোনের এই কথোপকথন সংবাদমাধ্যমগুলির ক্যামেরায় ধরা পড়ে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুরো বিষয়টি নির্বাচন কমিশনের গোচরে আসে। কমিশনের তরফে কড়া পদক্ষেপ করা হয়। কলকাতা পুলিশের নগরপালকে অবিলম্বে আনোয়ার খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কমিশন। সেইমত তাঁকে গ্রেফতার করতে কলকাতা পুলিশের ডিসি নর্থ নিজে পুলিশ বাহিনী নিয়ে কাশীপুর উদ্যানবাটীর কাছে আনোয়ারের বাড়িতে হাজির হন। কিন্তু তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। পুলিশ তাঁর খোঁজ শুরু করে। প্রশ্ন ওঠে ‌যাঁকে নজরবন্দি রাখা হয়েছে, তিনি কী করে এভাবে বেপাত্তা হতে পারেন? খোঁজ শুরুর প্রায় তিনঘণ্টা পর অবশেষে নিখোঁজ আনোয়ারের খোঁজ পায় পুলিশ। সেভেন ট্যাঙ্কসের একটি বাড়ি থেকে সওয়া তিনটে নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। যদিও বলাবাহুল্য ততক্ষণে ভোটের সিংহভাগ সময় অতিবাহিত।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *