Kolkata

কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর টহল, তবুও অশান্তি

Kolkata Newsবৃহস্পতিবার কলকাতার একাংশে ভোট। তার আগে বুধবার সকাল থেকেই শহরটাকে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলল কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন থানায় সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর ভিড় নজর কেড়েছে। সেখান থেকে শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন তাঁরা। অনেক জায়গায় ফ্ল্যাগ মার্চ ছাড়াও চলেছে তল্লাশি। গাড়ি থামিয়ে এদিন কলকাতার রেড রোডে তল্লাশি করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কড়া রোদেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা গেছে বিভিন্ন এলাকায়। যদিও এরমধ্যেই বেলেঘাটা অঞ্চলে একটি বাড়িতে মঙ্গলবার মধ্যরাতে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। বাড়ির জানালা, দরজা ভেঙে তছনছ করে তারা। পরিবারের দাবি তাঁরা সিপিএম সমর্থক হওয়ায় তাঁদের ওপর হামলা হয়েছে যাতে তাঁরা ভয়ে ভোট দিতে যেতে না পারেন। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের সিপিএম প্রার্থী কনীনিকা বসু ঘোষ স্থানীয় তৃণমূল নেতা স্বপন চক্রবর্তীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছেন। বাম কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছে বলে থানায় অভিযোগ জানিয়েছেন বাম প্রার্থী। যদিও ভোটের মুখে তাদের কালিমালিপ্ত করতেই বামেরা এসব অভিযোগ করছে বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *