Kolkata

প্রচারে রাজ্যে আসছেন সনিয়া, রাহুল

এপ্রিলের শুরুতে রাজ্যে প্রচারে আসছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। ২ এপ্রিল কংগ্রেসের হয়ে তিনটি নির্বাচনী জনসভা করবেন রাহুল। কুলপি, বাঁকুড়া ও দুর্গাপুরের জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। ১৩ এপ্রিল প্রচারে রাজ্যে পা রাখতে চলেছেন সনিয়া গান্ধী। সুজাপুর ও মুরারইতে দুটি জনসভা করার কথা রয়েছে তাঁর। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে গাঁটছড়া বেঁধেছে বাম-কংগ্রেস। এখনও সব আসনে জোট জট না কাটলেও অধিকাংশ জায়গায় প্রচারে দুই দলের কর্মীদের একসঙ্গে দেখা যাচ্ছে। প্রচারেও একে অপরের হয়ে কথা বলছেন। এই অবস্থায় রাজ্যে প্রচারে এসে সনিয়া, রাহুল কী অবস্থান নেন সেদিকে চেয়ে সকলে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button