Kolkata

নির্বাচনী প্রচারে ছ’দফায় রাজ্যে আসছেন মোদী


Narendra Modiবিজেপির হয়ে প্রচার করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একবার দুবার নয়, ছ’দফায় রাজ্যের নটি কেন্দ্রে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করবেন তিনি।


রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আসন্ন বিধানসভা নির্বাচনে খড়গপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। এই কেন্দ্রে জনসভা দিয়েই রাজ্যে প্রচার শুরু করবেন মোদী। আগামী ২৭ মার্চ খড়গপুরে জনসভা করবেন তিনি। পরের জনসভা ৮ এপ্রিল আসানসোলে। ত‌ৃতীয় জনসভা ১৪ এপ্রিল শিলিগুড়ি ও মাদারিহাটে। চতুর্থবার রাজ্যে পা রাখবেন ১৭ এপ্রিল। ওদিন কৃষ্ণনগর ও কলকাতায় জনসভা করবেন মোদী।


এরপর ২২ এপ্রিল বসিরহাট ও ব্যারাকপুরে জনসভা। কোচবিহারে জনসভা করতে ২ মে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী।




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *