Kolkata

‘পশ্চিমবঙ্গ’ বদলে হবে ‘বাংলা’, সর্বসম্মত বিধানসভা

বর্তমানে পশ্চিমবঙ্গের নাম বাংলা, হিন্দি ও ইংরাজিতে আলাদা আলাদা। ‘পশ্চিমবঙ্গ’, ‘বাঙ্গাল’ ও ‘ওয়েস্ট বেঙ্গল’। এতে আপত্তি জানিয়ে কেন্দ্রের তরফে জানানো হয় রাজ্যের একটি নাম স্থির করুক রাজ্য সরকার। সেই নামেই আগামী দিনে পরিচিত হবে এই রাজ্য। এদিন সেই প্রসঙ্গ টেনে বিধানসভার বাদল অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নাম বদলে ‘বাংলা’ রাখার প্রস্তাব দেন। সেই প্রস্তাব সর্বদল নির্বিশেষে গৃহীত হয়। ফলে এটা পরিস্কার যে রাজ্যের তরফে ‘বাংলা’ নামটাই কেন্দ্রের কাছে পাঠানো হচ্ছে। এবার আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন তখনই হবে যখন কেন্দ্র ‘বাংলা’ নামে সিলমোহর দেবে।

এর আগে রাজ্যের নাম বদল নিয়ে বিভিন্ন সময়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে বাংলায় রাজ্যের নাম ‘বাংলা’ রেখে ইংরাজিতে ‘বেঙ্গল’ ও হিন্দিতে ‘বাঙ্গাল’ রাখার প্রস্তাব দিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠায় রাজ্য সরকার। কিন্তু তা মেনে নেয়নি কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায় এমন একটা নাম হোক যা সব ভাষাতেই লেখা হবে। তারপর এদিন বাংলা নামটি বিধানসভায় প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী। যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *