National

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, আবার কবে বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

সবে ঘূর্ণিঝড় মন্থা পিছু ছেড়েছে। কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপে ভাটা পড়ছে না। ফের একটি নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। আবার কবে বৃষ্টি, পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় মন্থা তার তাণ্ডবলীলা শেষ করেছে। কোথাও কোথাও এখনও তার ফেলে যাওয়া ছেঁড়া মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে হয়তো এবার বঙ্গোপসাগরে নিম্নচাপের দাপটে দাঁড়ি পড়ল, এমন যাঁদের মনে হয়েছিল তাঁদের মিথ্যা প্রমাণ করে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি।

ফলে নভেম্বরে পা দিয়েও হেমন্তের পরশ উধাও। আবহবিদেরা জানিয়েছেন, আপাতত দক্ষিণ মায়ানমার এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপের রূপ নিচ্ছে। সেটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপেই থামবে, নাকি ঘূর্ণিঝড়ের আকার নেবে তা এখনও স্পষ্ট নয়।

আর সেটা পরিস্কার না হওয়া পর্যন্ত এটা পরিস্কার নয় যে সেটা কোন দিকে অগ্রসর হবে। ফলে এখনই যে পশ্চিমবঙ্গের মানুষের চিন্তার কোনও কারণ রয়েছে তা নয়। তবে নিম্নচাপটির গতি প্রকৃতির দিকে নজর রাখছেন আবহবিদেরা।

তবে আবহাওয়া দফতরের অনুমান এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা ও উত্তর তামিলনাড়ুতে বৃষ্টি হতে পারে। আপাতত এটি কতটা শক্তিশালী হয় এবং তার গতিপথ কোন দিকে হয়, সেটাই নজরে রাখছেন আবহবিদেরা।‌

টানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি ও অতিবৃষ্টিতে জেরবার হওয়ার পর তামিলনাড়ুতে আগামী কয়েকদিনে বৃষ্টি বিরতির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই পেলেও তামিলনাড়ু এবার প্রবল গরমের মুখে পড়েছে। তরতর করে বাড়ছে পারদ। এমনকি তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *