Kolkata

প্রলয়ঙ্কর বৃষ্টির পরও রেহাই নেই কলকাতার, অপেক্ষা করছে আরও বৃষ্টি

একটা রাতের বৃষ্টি কলকাতাবাসীকে এমন অভিজ্ঞতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে যা আগে কখনও তাঁরা দেখেননি। তাতেও রেহাই নেই। আরও বৃষ্টি অপেক্ষা করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জন্য।

একটা রাত জুড়ে মেঘ ভাঙা বৃষ্টির মত বৃষ্টি। তাতে শহর কলকাতা সহ হাওড়া, হুগলি জেলার একটা অংশ জলমগ্ন। গোটা কলকাতাটা নদীনালার রূপ নিয়েছে। যেন ভেনিস শহর। রাস্তা নেই, খাল আছে।

সামনে পুজো। তার আগে এই বৃষ্টি পুজো উদ্যোক্তাদের মাথায় হাত ফেলেছে। বিক্রেতাদের মুখের হাসি কেড়ে নিয়েছে। অনেক খরচ করে তৈরি বেশকিছু প্যান্ডেলের বড় ক্ষতি হয়ে গেছে।

মনখারাপ সাধারণ মানুষেরও। যে পুজোর ৪টে দিনের জন্য সারা বছরের অপেক্ষা সেটাও মাটি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। অন্তত এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে আগামী শুক্রবার একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে পুজোর ৪ দিনই।

ফলে পুজো জলে মাটি হওয়ার সম্ভাবনা এবার প্রবল। এদিন দ্বিতীয়াতেই যে বৃষ্টি কলকাতা দেখল তার সঙ্গে পরিচয় একেবারেই নেই কলকাতাবাসীর। আবহাওয়া দফতর কিন্তু জানাচ্ছে সামনের কয়েকদিনে আরও বৃষ্টি অপেক্ষা করছে।

আগামী শুক্রবার যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে ধাবিত হবে। এই নিম্নচাপটি ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হবে। তার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণভাগের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল।

হিসাব বলছে সেই বৃষ্টির দিনগুলো পুজোর মধ্যেই পড়তে চলেছে। এদিকে এদিন যে বেনজির বৃষ্টি কলকাতা দেখেছে তার সঙ্গে এই নিম্নচাপটির কোনও সম্পর্ক নেই। ফলে ২টিকে মিলিয়ে ফেললে চলবে না।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *