Kolkata

রাজ্যে অব্যাহত শীতের নাচন, কলকাতা ১১.২!

প্রতিদিনই নিজের গড়া আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে শীত। কলকাতায় রবিবার তাপমাত্রা আরও নেমেছে। ফলে এই মরসুমের শীতলতম দিন এখনও পর্যন্ত পয়লা মাঘ। এদিন কলকাতার পারদ ছিল ১১.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। গতকাল অর্থাৎ পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা ছিল ১১.৯। গোটা দক্ষিণবঙ্গই শীতের দাপটে কাঁপছে। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা ১০-এর নিচে নেমে গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২ দিন পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে। সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ চলবে বলে সতর্ক করেছে তারা। তারপর থেকে অবশ্য ফের উর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে গরম। তাপমাত্রা ফের পৌঁছে যাবে ১৪ ডিগ্রির আশপাশে।

এদিকে উত্তরবঙ্গের অবস্থা আরও খারাপ। অধিকাংশ জায়গাতেই তাপমাত্রা পৌঁছেছে স্বাভাবিকের চেয়ে ৩-৪ ডিগ্রি নিচে। ফলে হাড়হিম করা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এদিকে একে রবিবার, তায় আবার কার্যতই জাঁকিয়ে শীত! ফলে এদিন পিকনিক থেকে বিভিন্ন পার্ক। ঘোরার জায়গায় ভিড়ে তিলধারণের জায়গা নেই। সকাল থেকে কলকাতার মোড়ে মোড়ে নজরে পড়েছে গরমের রংবাহারি পোশাকে সেজে পরিবার নিয়ে মানুষের ভিড়। কেউ চলেছেন চিড়িয়াখানা, কেউ ভিক্টোরিয়া, কেউ আবার ইকো পার্ক বা মিলেনিয়াম পার্ক, কারও আবার গন্তব্য যাদুঘর বা ময়দান। এমন শীতের আবহাওয়া পাওয়াই মুশকিল কলকাতায়। তাই সুযোগ যখন পাওয়া গেছে তখন আর সুযোগ নষ্ট করেননি শরহবাসী। পিকনিক স্পটগুলোতেও এদিন উপচে পড়েছে ভিড়। কে‌উ আবার হাজির হয়েছেন একান্ত নিজস্ব বাগানবাড়িতে। সব মিলিয়ে পয়লা মাঘে বাড়ির চারদেওয়াল ধরে রাখতে পারল না কলকাতাবাসীকে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *