সেপ্টেম্বরে কেমন বৃষ্টি হবে, বৃষ্টি কমবে না বাড়বে, জানিয়ে দিল আবহাওয়া দফতর
সেপ্টেম্বর মাসে কেমন বৃষ্টি হতে চলেছে। বৃষ্টির হাত থেকে কিছুটা রেহাই কি পাওয়া যাবে, নাকি বৃষ্টি আরও বাড়বে। স্পষ্ট করে দিল আবহাওয়া দফতর।

বৃষ্টি এবার নাস্তানাবুদ করে ছাড়ছে ভারতের সিংহভাগ এলাকার মানুষকে। প্রবল বৃষ্টি, একটানা বৃষ্টি, বন্যা, ধস, মেঘ ভাঙা বৃষ্টি, খবর হয়েই চলেছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরের বহু এলাকার হাল বেহাল।
অনেক জায়গায় পাহাড়ি রাস্তা ধসে হারিয়ে গেছে। বহু মানুষের প্রাণ গেছে হড়পা বানে। সেপ্টেম্বরে কি সেই পরিস্থিতির হাত থেকে রেহাই পাওয়া যাবে? সে প্রশ্ন এখন ভারতের অধিকাংশ মানুষের।
বৃষ্টিতে নাজেহাল এই মানুষজনকে কিন্তু সেপ্টেম্বরের জন্যও তেমন আশার কথা শোনাতে পারেনি আবহাওয়া দফতর। বরং সেপ্টেম্বরে দেশের সিংহভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
১০৯ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। ফলে সেপ্টেম্বরেও যে বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে এমনটা নয়। তবে আবহাওয়া দফতর জানিয়েছে ভারতের উত্তরপূর্ব ভাগ, পূর্ব ভাগ এবং দক্ষিণের একদম নিচের অংশে বৃষ্টি সেপ্টেম্বরে কমবে।
ওই জায়গাগুলি বাদ দিলে সারা ভারতই সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি পেতে চলেছে। যা নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। ধস নামতে পারে পাহাড়ি এলাকায়। এমনকি মেঘ ভাঙা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফলে এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি।
এবার সেপ্টেম্বরের শেষেই দুর্গাপুজো। পুজোর ঢাকে মোটামুটি কাঠি পড়ে যাবে সেপ্টেম্বরের মধ্যভাগ পার হলেই। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। ২১ সেপ্টেম্বর মহালয়া।
মহালয়া হয়ে যাওয়া মানেই পুজো প্রায় শুরু। তাই এবার বৃষ্টি নিয়ে চিন্তায় পুজো কমিটিগুলি। উৎসবমুখর দিনগুলো বৃষ্টি মাটি করবে না তো? সে উদ্বেগও ঘুরপাক খাচ্ছে বাঙালির মনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা