National

এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, বর্ষার পদধ্বনি শুনতে পেল আবহাওয়া দফতর

বৈশাখ এখনও শেষ হয়নি। তারমধ্যেই ভারতের দিকে এগিয়ে এল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। সময়ের অনেক আগেই বর্ষার পদধ্বনি শুনতে পেল আবহাওয়া দফতর।

Published by
News Desk

খাতায় কলমে গ্রীষ্ম এখন মধ্যগগনে। ক্যালেন্ডার বলছে বৈশাখ এখনও শেষ হয়নি। এখন বর্ষা নিয়ে আলোচনা হওয়ার কথা নয়। ভারতে বর্ষার প্রবেশই হয় জুনে। এবার কিন্তু সময়ের আগেই বর্ষার প্রবেশ হবে বলে মনে করছেন আবহবিদেরা। কারণ ইতিমধ্যেই বর্ষা এগিয়ে আসছে ভারতের দিকে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৩ মে-র আশপাশেই ভারত ছুঁয়ে ফেলবে বর্ষা। দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছুটা অংশ এবং নিকোবরে বর্ষা এসে পড়ছে।

এখানে বর্ষা আসা মানে ভারতে আনুষ্ঠানিকভাবে বর্ষা ঢুকে পড়া। তবে ভারতের প্রধান স্থলভাগে বর্ষা প্রবেশ করে কেরালা দিয়ে। সেটা কবে হবে তা কিছুদিনের মধ্যেই জানিয়ে দেবে আবহাওয়া দফতর।

এদিকে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান সাগর বা নিকোবরে ঢুকে পড়তে চলেছে তাই তার হাত ধরে তামিলনাড়ু প্রবল গরমে পোড়ার হাত থেকে কিছুটা রেহাই পাবে। তামিলনাড়ুতে ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি ১৩ মে-র আশপাশে বর্ষা প্রবেশের পর আরও বাড়তে পারে।

ভারতে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সাধারণভাবে জুনের শুরুতে কেরালা দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে। তারপর তা ক্রমে দেশে ছড়িয়ে পড়তে থাকে।

পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ জুড়ে বর্ষা প্রবেশের লিখিত সময় ৮ জুন। তবে তা বিগত বছরগুলোয় মিলছে না। তার অনেক পরে ঢুকছে বর্ষা। এবার তার ঠিক উল্টোটা হতে পারে বলে মনে করছেন অনেকে।

কেরালায় আগেই বর্ষা ঢুকে পড়লে পশ্চিমবঙ্গেও আগেভাগে ঢুকে পড়তে পারে বর্ষা। প্রসঙ্গত এখন একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে।

Share
Published by
News Desk
Tags: Weather