Kolkata

বসন্তের বাতাসে ফিরল ঠান্ডার পরশ, আবার কি শীত ফিরছে

যাঁরা গরম পড়ে গেছে ভেবে শীতের পোশাক সব কেচে তুলে ফেলেছিলেন সোমবার সকালে তাঁরা অনেকেই সমস্যায় পড়েন। সকালে রীতিমত ঠান্ডার পরশ ছিল বাতাসে।

মাঘ বিদায়ের সঙ্গে যে শীত বিদায় নিশ্চিত হয়েছে বলেই মনে করেছিলেন সকলে। সেইমত গরমও বাড়ছিল। পারদ ফেব্রুয়ারির মধ্যভাগে এমন চড়ে যে অনেকেই চিন্তায় পড়েছিলেন ফেব্রুয়ারিতেই যদি এমন অবস্থা হয় তাহলে মার্চ, এপ্রিল, মে-তে কি হবে? কিন্তু তারপরই আসে বৃষ্টির পূর্বাভাস।

সেই পূর্বাভাসমত বৃষ্টিও হয় রাজ্যের বিভিন্ন জেলায়। আর সেই বৃষ্টির হাত ধরে লাফিয়ে চড়া পারদ ফের নেমে আসে। বসন্তের হাওয়াও গায়ে লাগছিল বেশ। কিন্তু সোমবার ভোরে রীতিমত ঠান্ডার পরশ পেয়েছেন মানুষ।

কলকাতা থেকে জেলা সর্বত্রই একই অনুভূতি। অনেকেই আর ঠান্ডার সম্ভাবনা নেই ভেবে গরম পোশাক সব কেচে তুলে ফেলেছিলেন। তাঁরা এদিন বিপদে পড়ে যান। যে ঠান্ডার অনুভূতি এদিন ছিল তাতে গায়ে শাল বা গরম পোশাকের দরকার পড়ছিল।

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ তো আছেই, সেই সঙ্গে আবার মধ্য ভারতে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এ রাজ্যে বৃষ্টির পরিবেশ বজায় রেখেছে। বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়।


আর সেই বৃষ্টির হাত ধরে নেমে আসা পারদ ফের ফেরাল শীত শীত ভাব। যদিও তা ক্ষণস্থায়ী। বৃষ্টির প্রভাব ২-৩ দিনের মধ্যে কেটে গেলেই ফের পারদ চড়া শুরু হয়ে যাবে বলে জানাচ্ছেন আবহবিদেরা। তাই শীত আর ফিরবে না। তবে বসন্তে এই শীতের পরশ অনেককে শীত ফেরার সম্ভাবনার কথা ভাবিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button