National

বর্ষা শেষ, এ বছর কোথায় কেমন বর্ষা হল জানাল আবহাওয়া দফতর

খাতায় কলমে বর্ষাকাল শেষ হল শনিবার। এ দেশে জুন থেকে সেপ্টেম্বর এটাই বর্ষাকাল। এই সময়ে দেশের কোথায় কেমন বর্ষা হল তা বিস্তারিত জানাল আবহাওয়া দফতর।

দেশে কি এবার স্বাভাবিক বর্ষা হল? নাকি স্বাভাবিকের চেয়ে কম বা বেশি বর্ষা পেল ভারত? তার খতিয়ান কিন্তু দিল আবহাওয়া দফতর। ভারতে জুন থেকে সেপ্টেম্বর, এটাই বর্ষাকাল। সেটা মেনেই চলে ভারতীয় আবহাওয়া দফতর। সেই অনুযায়ী শনিবার ৩০ সেপ্টেম্বর ছিল এ বছরের মত বর্ষার শেষ দিন।

আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে এবার ভারতে বর্ষা হয়েছে স্বাভাবিক। এবার দেশজুড়ে ৯৪.৪ শতাংশ বর্ষা হয়েছে এই ৪ মাসে। প্রসঙ্গত মনে হতেই পারে যে একশো শতাংশ নয়, তাও কেন আবহাওয়া দফতর বলছে স্বাভাবিক বর্ষা?


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আবহাওয়া দফতরের হিসাবে ৯৪ শতাংশ থেকে ১০৬ শতাংশ সার্বিক বৃষ্টিপাত মানে স্বাভাবিক বর্ষা হয়েছে। এর কম হলে স্বাভাবিকের চেয়ে কম, বেশি হলে স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষা।

সার্বিকভাবে এবার দেশে ৯৪ শতাংশ বর্ষা হলেও দেশের সব অংশে কিন্তু সমান বর্ষা হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পশ্চিম ভারতে ১০১ শতাংশ, মধ্য ভারতে ১০০ শতাংশ, দক্ষিণ ভারতীয় উপকূলীয় এলাকায় ৯২ শতাংশ এবং উত্তরপূর্ব ভারতে ৮২ শতাংশ বর্ষা হয়েছে জুন থেকে সেপ্টেম্বরে।

আবহাওয়া দফতর জানিয়েছে এবার এল নিনো সক্রিয় থাকায় কম বৃষ্টিও হতে পারত। কিন্তু এল নিনো-র প্রভাবের বিরুদ্ধে কাজ করেছে বর্ষার অনুকূল পরিবেশ। ফলে ভারতে সার্বিকভাবে স্বাভাবিক বর্ষা হয়েছে।

প্রসঙ্গত এ রাজ্যে এখন যে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে তার হাত ধরে এখানকার সার্বিক বর্ষা ঘাটতি কিছুটা মিটতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *