National

বর্ষার পদধ্বনি শুনতে পেল আবহাওয়া দফতর, কবে প্রবেশ করতে পারে বর্ষার মেঘ

বর্ষার পদধ্বনি শুনতে পেল আবহাওয়া দফতর। ইতিমধ্যেই তা দক্ষিণ আন্দামান সাগরে কাছে পৌঁছে গিয়েছে। এবার কবে দেশে প্রবেশ করতে পারে বর্ষার মেঘ, জানাল আবহাওয়া দফতর।

দক্ষিণ আন্দামান সাগরে প্রায় ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ১৫ মে তা দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করবে। যার জেরে আন্দামানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।

আগামী ১৪ মে থেকে ১৬ মে আন্দামানে বৃষ্টির পূর্বাভাস। খাতায় কলমে দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে মে মাসের ১৯ তারিখ নাগাদ। এবার ৪ দিন আগেই তা প্রবেশ করতে চলেছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

যদি এখানে ৪ দিন এগিয়ে এসে বর্ষার মেঘের আগমন ঘটে তাহলে কেরালাতেও আগেই ঢুকে যেতে পারে বর্ষা। এমনই মনে করছেন আবহবিদেরা। প্রসঙ্গত কেরালা দিয়েই ভারতের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ ঘটে।

আবহবিদেরা মনে করছেন এবার কেরালায় আগেই বর্ষার প্রবেশ ঘটতে পারে। খাতায় কলমে কেরালায় বর্ষা প্রবেশের দিন হল ১ জুন। কিন্তু এবার আবহবিদেরা মনে করছেন কেরালায় বর্ষার প্রবেশ ঘটতে পারে ২৬ মে।

তবে সঠিক কবে বর্ষা কেরালায় প্রবেশ করবে তার কোনও আনুষ্ঠানিক ঘোষণা আবহাওয়া দফতর করেনি। ১৫ মে পরিস্থিতি বিবেচনা করে তারপর এ নিয়ে যা ঘোষণা করার তারা করবে।

এবার ভারতে স্বাভাবিক বর্ষার পূর্বাভাস রয়েছে। কিছু অংশে কম বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে ভুল খুঁজে পাওয়া বর্তমানে প্রায় সম্ভব নয়। তবে ঘূর্ণিঝড় অশনি নিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস মেলেনি।‌ — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *