National

জুলাই মাসে কেমন হবে বৃষ্টি, জানাল মৌসম ভবন

জুলাই মাস পড়ে গেল বৃহস্পতিবার। জুলাই মানেই ভরা বর্ষা। এ বছর জুলাই মাসে কেমন বর্ষা হবে তারই ইঙ্গিত দিল মৌসম ভবন।

জুলাই মাস শুরু হল বৃহস্পতিবার থেকে। বাংলা ক্যালেন্ডারে এখন আষাঢ় মাস। এই জুলাইতেই পড়বে শ্রাবণ মাসের একটা অংশও। ফলে বর্ষার দাপট যাকে বলে তা জুলাই মাস জুড়েই থাকে। এ বছর বৃষ্টিপাত কেমন হবে এই জুলাইতে সে সম্বন্ধে জানাল হাওয়া অফিস।

মৌসম ভবন আগেই জানিয়েছে, এ বছর দেশে স্বাভাবিক বৃষ্টি হবে। এ দেশে বর্ষা জুন থেকে শুরু হয়ে শেষ হয় সেপ্টেম্বরে গিয়ে। তারই মাঝে পড়ছে জুলাই মাস। এই জুলাই মাসে কেমন বৃষ্টি হবে তা জানতে অনেকে আগ্রহীও।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

যদিও ক্যালেন্ডার অনুযায়ী এখন ভরা বর্ষাকাল তবুও ভারতের উত্তর-পশ্চিম প্রান্তের কয়েকটি রাজ্যে ভয়ংকর গরম চলছে। দিল্লি সহ রাজস্থান ও হরিয়ানায় তাপপ্রবাহ হচ্ছে। পিচ গলা গরমে নাজেহাল জম্মু পর্যন্ত।

এমন পরিস্থিতিতে সেখানে বর্ষার দেখা নেই। গ্রীষ্মকালের মেজাজ যেন সেখানে ফিরে পেয়েছে আবহাওয়া। এই পরিস্থিতিতে দেশজুড়েই কিন্তু জুলাই মাস জুড়ে স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

তারা জানাচ্ছে জুলাই মাসে মোট ৯৪ থেকে ১০৬ শতাংশের মধ্যে স্থান বৈভিন্নে বৃষ্টিপাত হবে। যা আদপে খুশির হাওয়াই বয়ে এনেছে।

অতিবৃষ্টির আশঙ্কা নেই। আবার বর্ষায় ভাল বৃষ্টির পূর্বাভাস। এমন সময় ভাল বর্ষা কিন্তু দেশের আপামর কৃষকের মুখে হাসি ফোটাতে পারে। এদিকে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি কিন্তু এখনই আসবে না। আপাতত সেখানে গরম চলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More