রাজ্যে শুরু হয়ে গেল প্রাক বর্ষার বৃষ্টি। রবিবারের পর সোমবারও সকাল থেকে আকাশের মুখ ভার। বৃষ্টি খুব একটা না হলেও আকাশ ছেয়ে আছে মেঘের চাদরে। ফলে পড়েছে তাপমাত্রার পারদ। কমেছে আর্দ্রতা। ফলে অস্বস্তিকর ঘাম থেকে রেহাই মিলেছে শহরবাসীর। আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার জেরেই রবিবার থেকে মুখ ঢেকেছে আকাশ। বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ফলে রাজ্যে বর্ষা ঢুকল বলে। গত শনিবার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছোঁয়ার পর মাত্র দুদিনের ব্যবধানে গরম অনেকটা কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কলকাতা সহ রাজ্যবাসী।