Kolkata

উধাও ঠান্ডা, তরতর করে চড়ছে পারদ

কে বলবে ক’দিন আগেও একটা দুরন্ত ঠান্ডা লেপ্টে ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মাত্র কয়েকদিনের ব্যবধানে যেভাবে পারদ চড়ছে, তাতে ফ্যান চালানো এখন শুধু সময়ের অপেক্ষা। ফেব্রুয়ারির শুরুতেই এই পারদ উত্থান কিন্তু খুব স্বাভাবিক নয়। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬°। স্বাভাবিকের চেয়ে ৪° বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১°। স্বাভাবিকের চেয়ে ৩° বেশি। এখনই রাস্তায় বার হলে গায়ে রোদের ছেঁকা লাগছে। আর হাওয়া অফিস যা পূর্বাভাস দিচ্ছে তাতে অবস্থা খুব দ্রুত আরও কঠিন হতে চলেছে।

সামনের সপ্তাহেই আরও বাড়তে চলেছে তাপমাত্রা। ফলে ঘামার দিন আগত প্রায়। বিকেলের দিকে এখন বসন্তের একটা আভাস মিলছে ঠিকই। কিন্তু এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে শীত আর গ্রীষ্মের মাঝে বসন্তটাই না হারিয়ে যায়! আপাতত বসন্তের ছোঁয়া পেতে উদগ্রীব বঙ্গবাসীর সেটাই আশঙ্কা। তবে হুট করে গরম বাড়লেও ফের আবহাওয়া একটা জায়গায় এসে বসন্তের ছোঁয়া ঠিকই দেবে বলে এখনও বুক বেঁধে বসে আছেন সকলে। খামখেয়ালি আবহাওয়া এখন কি ভেল্কি দেখায় সেটাই দেখার।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *