Kolkata

একলাফে পারদ চড়ল ২°-র ওপর, আজ কলকাতা ১৪.১°

গত মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১.৮°। তারপর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এক লাফে সেই তাপমাত্রার পারদ পৌঁছে গেল ১৪.১°-তে। আচমকা এমন পারদের উত্থানের জেরে এদিন সকাল থেকেই গরম গরম ভাব। একধরণের তাপমাত্রায় সয়ে যাওয়া শরীরে এদিন গরমের অনুভূতিটাও ছিল প্রকট। সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝা। যা এদিন উত্তরবঙ্গ ও সিকিমের ওপর দিয়ে প্রবাহিত হবে। যার জেরে মরসুমের প্রথম তুষারপাতের স্বাদ পেতে চলেছে দার্জিলিং। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমেও। এদিকে এদিন উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের দক্ষিণ অংশে প্রবল কুয়াশার দাপট রয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকে কুয়াশার দাপট বাড়িয়েছিল। পরে তা কমেও গিয়েছিল। আবার নতুন করে কুয়াশার দাপট শুরু হল। যা তাপমাত্রার পারদও চড়িয়ে দিচ্ছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

যদিও আবহবিদরা মনে করছেন এই তাপমাত্রার পারদ বৃদ্ধি সাময়িক। কারণ পারদ আবার পড়বে। শীত এখনও বজায় রয়েছে বঙ্গে। ভরা মাঘ। তাই ঠান্ডা এখনই ছেড়ে যাচ্ছে না।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *