Sports

স্বীকার করলেন গোপন কথা, স্ত্রীর কাছে কি লুকিয়েছিলেন ওয়াসিম আক্রম

ওয়াসিম আক্রম নামটা ক্রিকেট বিশ্বে এক কিংবদন্তিতে পরিণত হয়েছে। প্রাক্তন পাক ক্রিকেটার এবার তাঁর আত্মজীবনীতে অনেক ব্যক্তিগত কথা সামনে আনলেন।

১৯৯২ সালে একবারই ইমরান খানের নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপ জেতে পাকিস্তান। সেই দলে ছিলেন ওয়াসিম আক্রম। ১৯৯৯ সালে পাকিস্তান বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ওঠে। সেখানে ওয়াসিম ছিলেন অধিনায়ক। যদিও ফাইনালে হারে পাকিস্তান।

পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলারকে সকলে চেনেন তাঁর অসামান্য বোলিংয়ের জন্য। কিন্তু তাঁর জীবনের কথা অনেক কম মানুষই জানেন। সেকথাই এবার তিনি তুলে ধরলেন তাঁর আত্মজীবনীতে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সেখানে ওয়াসিম স্বীকার করে নিলেন তাঁর জীবনের অনেক গোপন কথা। সেখানেই তিনি স্বীকার করেছেন তিনি এক সময় কোকেন নামে নিষিদ্ধ মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন।

ইংল্যান্ডে প্রথমবার ওয়াসিম সেটি সেবন করেন। তারপর থেকে ক্রমশ কোকেন সেবন বাড়তেই থাকে। যা কার্যত তাঁর নেশায় পরিণত হয়।

এমনকি ওয়াসিম তাঁর প্রথম স্ত্রী হুমাকে বিষয়টি জানতে দেননি। ওয়াসিম জানিয়েছেন তাঁর স্ত্রী করাচিতে যেতে চাইতেন। সেখানে তাঁর বাপের বাড়ি, তাঁর ভাইবোনেরাও থাকেন। কিন্তু করাচি যাওয়া নিয়ে আক্রম উদাসীন ছিলেন। যদিও তিনি নিজে করাচিতে একাই যেতেন কাজ আছে বলে। কিন্তু যেতেন আসলে পার্টি করতে।

৫৬ বছর বয়স্ক আক্রম পাকিস্তানের হয়ে ৩৫৬টি একদিনের ক্রিকেট ম্যাচ খেলেছেন, যেখানে তাঁর ৫০২টি উইকেট রয়েছে। সেই আক্রম হয়তো তাঁর নেশার কথা লুকিয়ে রাখতে পারতেন বিশ্বের কাছে। কিন্তু তিনি তা স্বীকার করে নিলেন। নিজের আত্মজীবনীতে এবং একটি প্রথমসারির সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *