Kolkata

ওয়াহিদা, টিঙ্কুকে সাসপেন্ড করল টিএমসিপি

Vivekananda College for Womenউপাচার্য নিগ্রহের ঘটনায় অভিযুক্ত দুই তৃণমূল ছাত্র পরিষদ নেত্রীকে সাসপেন্ড করল টিএমসিপি। দেশবন্ধু গার্লস কলেজের ছাত্র সংসদের সভাপতি ওয়াহিদা খাতুন ও সহ-সভাপতি রিঙ্কু দাসকে ২ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। বিরোধীদের দাবি, ভোটের মুখে দলের মান বাঁচাতেই বাধ্য হয়ে সাসপেন্ড করা হয়েছে এই দুই টিএমসিপি নেত্রীকে। গত মঙ্গলবার বড়িশার বিবেকানন্দ উইমেনস কলেজে ছাত্রী বিক্ষোভ সামলাতে গিয়ে নিগ্রহের শিকার হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মারজিত। নিগ্রহের ঘটনার অভিযুক্ত দুই ছাত্রী অন্য কলেজের হওয়ায় প্রথম থেকই প্রশ্ন উঠছিল। পরে তাদের সঙ্গে তৃণমূল যোগ জানাজানি হতে ভোটের সময় অস্বস্তিতে পড়ে দল। দলের ভাবমুর্তি অক্ষুন্ন রাখতেই তাই সাসপেন্ডের সিদ্ধান্ত বলে দাবি করছে বিরোধীরা। এদিকে টিএমসিপি পদক্ষেপ করলেও বিশ্ববিদ্যালয়ের তরফে কেন এখনও অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হল না তা নিয়ে শিক্ষক মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে। চিহ্নিত দুজনের বিরুদ্ধে কলেজও এখনও কোনও ব্যবস্থা নেয়নি। তবে কী কলেজ বা বিশ্ববিদ্যালয়ের তরফে উপাচার্য নিগ্রহ ও অন্য কলেজে ঢুকে অশান্তি ছড়ানোর চেষ্টার কোনও শাস্তিই পাবে না অভিযুক্ত ছাত্রীরা। আপাতত এটাই সবচেয়ে বড় প্রশ্ন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *