Entertainment

সিনেমার জন্য গায়ের রং বদলাতে কি করেছিলেন, গোপন কথা জানালেন বিক্রান্ত

সিনেমার প্রয়োজনে কত কিছুই তো করতে হয়। তবে দ্বাদশ ফেলের প্রধান চরিত্র বিক্রান্ত যা গায়ের রং বদল করতে করলেন তা সত্যিই তারিফ যোগ্য।

বিধু বিনোদ চোপড়া মানেই এমন কোনও সিনেমা যেখানে দর্শকদের অন্যভাবে ভাবার খোরাক দেবে। সমাজের অনেক দিক তুলে ধরবে। তেমনই একটি সিনেমা হিসাবে মুক্তি পেতে চলেছে টুয়েলভথ ফেল।

এই সিনেমায় এক দরিদ্র তরুণের আইএএস হওয়ার কঠিন লড়াই ফুটে উঠেছে। তার জেদ ফুটে উঠেছে। যে চরিত্রে অভিনয় করেছেন বলি তারকা বিক্রান্ত ম্যাসি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সিনেমায় যে চরিত্রে বিক্রান্ত ম্যাসি অভিনয় করছেন সে চম্বলের বাসিন্দা। দরিদ্র পরিবারের ছেলে। ওই পরিবারের ছেলেদের গায়ের রং হয় তামাটে। অথচ বিক্রান্তের গায়ের রং তো তেমন নয়। বিক্রান্ত স্থির করেন তিনি ওই রংটা কৃত্রিমভাবে আনবেন না। মেকআপ করে নয়।

বিক্রান্ত স্থির করেন তিনি গায়ের রংটাই অমন তামাটে বানিয়ে ফেলবেন। কিন্তু কীভাবে? বিক্রান্ত এরপর গায়ে তেল মেখে ২ থেকে ৩ ঘণ্টা রোদে বসে থাকা শুরু করেন।

এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। টানা এভাবে ২ থেকে ৩ ঘণ্টা তেল মেখে রোদে শুয়ে বা বসে থাকা সহজ কথা নয়। কিন্তু বিক্রান্ত তা করেন এবং গায়ের রংটা সত্যিই বদলে ফেলেন।

এভাবে টানা রোদে থাকায় বিক্রান্তের ত্বকে যে সূর্যালোকের কারণে দহন হয় তা তাঁর ওই তামাটে রংটা এনে দেয়। যা সিনেমায় তাঁর চরিত্রকে আরও বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য করে তুলেছে। অভিনয় প্রতিভার সঙ্গে এই লুক বিক্রান্ত ম্যাসিকে এই সিনেমায় আরও জীবন্ত করে তুলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *