Entertainment

প্রয়াত ম্যায়নে পেয়ার কিয়া-র সুরকার, বলিউডে শোকের ছায়া

ভারতীয় সিনেমার অন্যতম মাইলস্টোন ম্যায়নে পেয়ার কিয়া। সেই বিখ্যাত সিনেমার সুরকার রামলক্ষ্মণের রাম আগেই চলে গেছেন। এদিন চলে গেলেন লক্ষ্মণ।

১৯৮৯ সালে ভারতীয় সিনেমায় তোলপাড় ফেলে দিয়েছিল ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’। সলমন খান ও ভাগ্যশ্রী জুটির সেই সিনেমার প্রধান আকর্ষণই ছিল তার গান।

সিনেমাটির ইতিহাস গড়া সাফল্যের অনেকটাই লুকিয়ে তার গানে। যার সুরকার ছিলেন রামলক্ষ্ণণ। রামলক্ষ্মণ অবশ্যই আসল নাম নয়। রাম সুরেন্দ্র অনেক আগেই প্রয়াত হয়েছেন। এবার চলে গেলেন লক্ষ্মণ বিজয় পাটিল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

নাগপুরে বিজয় পাটিলের এদিন মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর ছেলে জানিয়েছেন কদিন আগেই তাঁর বাবা করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন।

বিজয় পাটিলের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে। লতা মঙ্গেশকর সহ অনেকেই বিজয় পাটিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

রামলক্ষ্মণ একের পর এক হিন্দি ও মারাঠি সিনেমায় অসামান্য সুরের জাদুতে মুগ্ধ করেছেন সকলকে। একের পর এক বলিউড সিনেমায় সুর কালজয়ী হয়ে রয়েছে।

ম্যায়নে পেয়ার কিয়া ছাড়াও রামলক্ষ্মণ হাম আপকে হ্যায় কৌন, হাম সাথ সাথ হ্যায়, তারানা, এজেন্ট বিনোদ, হানড্রেড ডেজ, হাম সে বরকর কৌন সহ একের পর এক মিউজিক্যাল হিট সিনেমায় সুর দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More