Vicky Kaushal
ফাইল : ভিকি কৌশল, ছবি - আইএএনএস

ভূতে ভয় পান ভিকি কৌশল

জাতীয় পুরস্কারের মত সম্মানের পুরস্কার ইতিমধ্যেই তাঁর ঝুলিতে। একের পর এক সিনেমায় তিনি নিজের দক্ষতার পরিচয় দিয়ে এখন বলিউডের প্রথমসারির হিরোদের একজন ভিকি কৌশল। তাঁর আগামী সিনেমা ‘ভূত : দ্যা হন্টেড শিপ’। আপাদমস্তক একটি ভূতের সিনেমা। সেই সিনেমায় অভিনয় করছেন তিনি, অথচ বাস্তব জীবনে তিনি ভূতে প্রবল ভয় পান। একা ভূতের সিনেমা পর্যন্ত দেখেননা।

কথায় বলে যেখানে ভূতের ভয়, সেখানেই সন্ধে হয়। ভিকি জানিয়েছেন, তিনি যখন এই সিনেমার শ্যুটিং করছিলেন তখন একদিন একটি মই হঠাৎ তাঁর দিকে নেমে আসে। কেউ কোথাও নেই। তা সত্ত্বেও মই তাঁর দিকে নামাল কে? মইটি নেমে আসার পর মাত্র ৩ ইঞ্চি দূরে হঠাৎ থেমে যায়। ভিকির দাবি, তাঁর মনে হয় যে এখানে শ্যুটিং হওয়ায় কেউ বোধহয় ক্ষুণ্ণ হয়েছেন।

ভিকি জানান তিনি ভীষণ ভূতে ভয় পান। তাই ভূতের সিনেমা দেখেন না। দেখলেও বছরে হয়তো ১টা। তাও বন্ধুদের গ্রুপকে সঙ্গে নিয়ে। তারপরও তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করেন তিনি এখন বড় হয়েছেন তাই তাঁর ভয় পাওয়া উচিত নয়। এমনকি ভিকি অকপটেই জানিয়েছেন যাঁরা ভূতের সিনেমা একা বসে দেখেন তাঁদের দেখে তাঁর ঈর্ষা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা