World

দানব তুষারঝড়ে অন্ধকারে ডুবলেন ১০ লক্ষ মানুষ, ঐতিহাসিক তুষারঝড়ে স্তব্ধ জনজীবন

তুষারঝড় যখন দানবের চেহারা নেয় তখন ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হয় তা এই মুহুর্তে টের পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। ১০ লক্ষ মানুষ অন্ধকারে ডুবে আছেন।

তুষারপাত অনেকেই দেখেছেন। তা উপভোগও করেছেন। তুষারপাত এক জিনিস আর তুষারঝড় আরেক। তুষারঝড় বহু মানুষকে গৃহবন্দি করে দেয়। সেই তুষারঝড় আবার যখন তার ভয়ংকর রূপ ধারণ করে তখন সে যে তাণ্ডব শুরু করে তা মানুষের জন্য আতঙ্কের কারণ হয়।

সেই আতঙ্কেই এখন ভুগছেন লক্ষ লক্ষ মানুষ। বাড়ি থেকে বার হওয়া যাচ্ছেনা। প্রয়োজনীয় জিনিস পাওয়া দুষ্কর হয়ে উঠছে। চারধারে ঝড়ের মত তুষারপাত হচ্ছে। সঙ্গে হাড় কাঁপানো বৃষ্টি। বরফ বৃষ্টি মিলিয়ে জনজীবন স্তব্ধ হয়ে গেছে।

তার ওপর তুষারঝড়ের জেরে ১০ লক্ষ মানুষের বাড়িতে বিদ্যুৎ নেই। কবে তা ফিরবে তাও অনিশ্চিত। ফলে ১০ লক্ষ মানুষ অন্ধকারে ডুবে আছেন। রাস্তা পুরু বরফের তলায় হারিয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে বসেছে।

১০ হাজার বিমান বাতিল হয়েছে তুষারঝড়ের জেরে। অন্য বিমানগুলিও সময় বদলাচ্ছে। তাই যাঁদের টিকিট কাটা রয়েছে তাঁদের সতর্ক থাকতে বলেছে বিমান সংস্থাগুলি।

এবার যে তুষারঝড় শুরু হয়েছে তাকে যেমন তেমন তুষারঝড় বলে মানতে নারাজ মানুষজন। একে ঐতিহাসিক দানবাকৃতি তুষারঝড় তকমা দিচ্ছেন তাঁরা।

আমেরিকার একটা বড় অংশ এখন এই দানব তুষারঝড়ের কবলে সম্পূর্ণ বিপর্যস্ত। টেনেসি থেকে মিসিসিপি, টেক্সাস, লুসিয়ানা, কেন্টাকি, জর্জিয়া, ভার্জিনিয়া, অ্যালাব্যামার বেহাল অবস্থা। সেখানে মানুষজন স্বাভাবিক জীবনের ছন্দ হারিয়েছেন। আমেরিকার ২০টি রাজ্যে আবহাওয়া জনিত জরুরি অবস্থা জারি হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *