World

গোলাপি রংয়ের পায়রা ঘুরছে রাস্তায়, কেউ কিছু দিলে খাচ্ছেও

রাস্তায় গোলাপি রংয়ের পায়রা দেখে পা স্বাভাবিকভাবেই থমকে যেতে পারে। আটকে যেতে পারে চোখ। আর ঠিক সেটাই হল প্রকাশ্য রাজপথে।

ধূসর রংয়ের পায়রা, সাদা পায়রা, ছাই রংয়ের পায়রা এসব প্রায় সকলেই দেখেছেন। কিন্তু গোলাপি রংয়ের পায়রা দেখেছেন কখনও? প্রথমেই মনে হতে পারে পায়রার গায়ে রং করে দিলেই তো পায়রা গোলাপি হয়ে যাবে! কিন্তু তা তো নাও হতে পারে। কারণ রাজপথে বাকি পায়রাদের সঙ্গে এমন এক গোলাপি পায়রা দেখে অনেক পথচলতি মানুষই থমকে গিয়েছিলেন।

অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেননা। অনেকে তো আবার ভাল করে দেখার চেষ্টা করেন আদৌ ওটা পায়রাই কিনা। কিন্তু সকলেই নিশ্চিত হন যে ওটা পায়রা। আর পায়রার রং গোলাপি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ব্রিটেনের বারি শহরের রাস্তায় অনেকের চোখেই পড়েছে এই গোলাপি পায়রাটি। এটা এখনও পরিস্কার নয় যে কীভাবে তার গায়ের রং গোলাপি হল।

কেউ মনে করছেন কাছাকাছি কোনও ভারতীয়রা থাকেন এমন জায়গায় হোলির সময় রং পায়রার গায়ে পড়ে গিয়েছিল। কেউ আবার দাবি করছেন, হতে পারে অতীব বিরল তবে গোলাপি পায়রা হয়।

কেউ আবার মনে করছেন পায়রাটিকে কেউ ধরে তার গায়ে গোলাপি রং করে ফের ছেড়ে দিয়েছেন। ঠিক কি ঘটেছে তা অজানা। তবে এই গোলাপি পায়রা কিন্তু দিব্যি সবকিছু খাচ্ছে।

বাকি পায়রাদের যেমন কেউ কিছু দিলেই খেয়ে ফেলছে, তেমনই খাচ্ছে এই গোলাপি পায়রা। বাকি পায়রাদের আচরণের সঙ্গে এই গোলাপি পায়রার আচরণের কোনও ফারাক নেই। অন্য পায়রাদের সঙ্গে মিলেমিশেই রয়েছে সে। তবে তার গায়ের রংয়ের রহস্য এখনও উদ্ঘাটন করা যায়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *