World

প্রায় আড়াই ঘণ্টার জন্য ট্রেন থামিয়ে দিল একটা পাখি

ব্যস্ত সময়ের প্রায় আড়াই ঘণ্টা থমকে রইল ট্রেন। ব্যতিব্যস্ত হলেন ট্রেনের আধিকারিকরা। আর এসব হল একটা পাখির জন্য।

সকাল ৮টা থেকে সওয়া ১০টা। প্রায় আড়াই ঘণ্টার মত ট্রেন চলাচল থমকে রইল। এই চূড়ান্ত ব্যস্ত সময়ে রেললাইন স্তব্ধ থাকার ফলে হয়রান হতে হল যাত্রীদের। আর এ সবই হল একটি পাখির জন্য।

সকাল ৮টা নাগাদ একটি ট্রেনের চালকের বিষয়টি প্রথম নজরে আসে। একটি বিশাল পাখি ট্রেনের লাইনের ওপর এসে পড়েছে। তিনি বিষয়টি বিভিন্ন স্টেশনে এবং রেল আধিকারিকদের জানান।

ওই ট্রেন চালক অক্সমারডিক লেভেল ক্রসিংয়ে পাখিটিকে দেখতে পান। এমু পাখির চেহারা বড়ই হয়। অস্ট্রেলিয়ার বাসিন্দা হলেও এই এমু পাখিটি নজরে পড়ে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারে। হাল থেকে লিভারপুলগামী একটি ট্রেনের চালকের নজরে আসার পর বিষয়টি রেল কর্তারা জানতে পারেন।

ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর সেখানে হাজির হন রেলের কর্মীরা। তাঁরাই এমু পাখিটিকে লাইন থেকে সরিয়ে নিয়ে যান। এসব হতে হতে সওয়া ১০টা বেজে যায়। এমুকে সেখান থেকে সরানোর পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয় ইংল্যান্ডের ওই ট্রেনলাইনে।

এই এমুটি এক ব্যক্তির পোষা। তাঁর খামার থেকে এমুটি কোনওভাবে হারিয়ে গিয়েছিল কয়েকদিন আগে। অবশেষে তাঁর এমুর খোঁজ পেয়ে ওই ব্যক্তিও খুশি।

তবে এমুটিকে উদ্ধারের পর ট্রেন চলাচল ওই লাইনে স্বাভাবিক হলেও দীর্ঘসময় বিভিন্ন ট্রেন তার সময় মেনে ওই লাইন দিয়ে পাশ করতে না পারায় রেল আধিকারিকরা সমস্যায় পড়েন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *