World

রাশি রাশি রহস্যজনক জুতো উদ্ধার হল সমুদ্রসৈকত থেকে, পাওয়া গেল জুতোর সোলও

প্রচুর আশ্চর্য দর্শন জুতো উদ্ধার হল এক সমুদ্রসৈকত থেকে। কোথা থেকে এল এমন আশ্চর্য দর্শন জুতো। রহস্যজনক জুতোর রহস্যভেদ এখনও অধরা।

সমুদ্রসৈকত থেকে উদ্ধার হল অনেক জুতো। এসব জুতো যে যথেষ্ট পুরনো তা নিয়ে কোনও সন্দেহ নেই বিশেষজ্ঞদের। এই জুতোগুলি ভিক্টোরিয়ান যুগের জুতো বলে অনেকটা নিশ্চিত তাঁরা। জুতোগুলির হাল খারাপ। শুধু জুতো নয়, জুতোর সোলও উদ্ধার হয়েছে এখান থেকে।

কিন্তু এত জুতোর সোল এল কোথা থেকে? সে প্রশ্নই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। রহস্যজনক এই জুতোগুলির ইতিহাস জানতে পারা যাচ্ছেনা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যদি সেগুলি ভেসে এসেও থাকে, তাহলে সেগুলি এত পরিমাণে সমুদ্রে এল কোথা থেকে সে প্রশ্ন উঠছে।

ঘটনাটি ইংল্যান্ডের দক্ষিণ ওয়েলসের ওগমোর সমুদ্রসৈকতের। আরও আশ্চর্যের কথা সামনে এনেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এবার প্রচুর জুতো পাওয়ায় তা এভাবে নজর কেড়েছে। কিন্তু তাঁরা এই সমুদ্রসৈকতে কয়েক বছর ধরে মাঝে মাঝেই এমন জুতোর দেখা পান। যদিও এই জুতোগুলির উৎস পরিস্কার নয়।

তবে রহস্যভেদে ২টি ধারনা সামনে আসছে। যাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন তাঁদের মতে, এক হতে পারে জুতোগুলি ইতালি থেকে আসা একটি পণ্যবাহী জাহাজ কাছেই নোঙর করার পর সেখান থেকে পড়ে গিয়ে থাকতে পারে। যা বিংশ শতাব্দীতে ঘটে থাকতে পারে।

আরও একটি সম্ভাবনাও দেখছেন তাঁদের একাংশ। তাঁরা মনে করছেন এই জুতোগুলি সারানো অসম্ভব ছিল। তাই সেগুলি একসঙ্গে করে ওগমোর নদীতে ফেলে দিয়েছিলেন জুতো শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

সেই জুতো নদীর জলে ভেসে এসে ঠেকে ওগমোর নদীর মোহনায়। ওগমোর সমুদ্রসৈকত লাগোয়া মোহনা হওয়ায় সেখানেই জমেছিল এই জুতোগুলি। যা এখন উদ্ধার হয়েছে।

তবে এই ২টি কেবল ধারনা মাত্র। নিশ্চিত করে কেউই এখনও বলতে পারেননি জুতোগুলি কোথা থেকে এল। ফলে জুতো রহস্যের রহস্যভেদ এখনও অধরাই। বিবিসি সহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি আলোড়ন ফেলেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *