World

রাস্তা দিয়ে ছুটছে ডাস্টবিন, গতি ১০৬ কিলোমিটার প্রতি ঘণ্টা, হতবাক পথচারীরা

রাস্তা দিয়ে গাড়ি গেলে কেউ ঘুরেও তাকান না। কিন্তু যদি একটা জঞ্জাল ফেলার বাক্স ছোটে তাহলে তো নজর যাবেই। তাও আবার অবিশ্বাস্য গতিতে ছুটছে সে।

রাস্তার কোণায় কোণায় জঞ্জাল ফেলার লম্বা বিন বাক্স রাখা থাকে। সেখানে সকলে জঞ্জাল ফেলে যান। সেখান থেকে সাফাইকর্মীরা জঞ্জাল সাফ করে নেন। মেলায়, রেলস্টেশনে, বিমানবন্দরে, জনবহুল রাস্তায় বা অন্য যে কোনও মানুষের ভিড় থাকা স্থানে বেশি করে নজর কাড়ে রাস্তার কোণায় থাকা জঞ্জালের এই বাক্সগুলি।

কোথাও এগুলি সবুজ, কোথাও নীল, কোথাও হলুদ। এগুলি রাখা থাকে রাস্তার কোণায়। সাধারণভাবে এগুলির একটি দিকের ২ ধারে চাকা লাগানো থাকে। যাতে সাফাইকর্মীদের সেটি ঠেলে নিয়ে যেতে সুবিধা হয়।

এমন জঞ্জাল ফেলার বাক্সকে যদি কেউ রাস্তা দিয়ে প্রবল গতিতে ছুটতে দেখেন তাহলে তো হতবাক হওয়ারই কথা। তাও আবার যদি তার গতি হয় ১০৬ কিলোমিটার প্রতি ঘণ্টা, তাহলে তো চোখের সামনে দিয়ে মুহুর্তে ছুটে যাবে সেটি। এমনটা কিন্তু সত্যিই দেখা গেছে।

United Kingdom
গতিমান ডাস্টবিন, ছবি – সৌজন্যে – গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডট কম

এক ব্রিটিশ ব্যক্তি এমনই এক আশ্চর্য চাকা যুক্ত বিন তৈরি করেছেন যা রাস্তা দিয়ে ১০৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটে যেতে সক্ষম। এটা একটা বিশ্বরেকর্ডও। কারণ এত গতিশীল বিন এর আগে কেউ তৈরি করতে পারেননি।

মিচেল ওয়ালহেড নামে ওই ব্যক্তির বিন বাক্সকে গতি প্রদান করার চেষ্টা নতুন নয়। তিনি এর আগেও এমন গতিশীল বিন তৈরি করে চমক দিয়েছেন। এখন তাঁর লক্ষ্য তাঁরই তৈরি গতির বিনের রেকর্ড ভাঙা।

মিচেল ওয়ালহেডের লক্ষ্য গতি আরও বাড়িয়ে দেওয়া। এর আগে তাঁর এমন গতির বিনের রেকর্ড ছিল ৮৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। এবার তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙে দিলেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *