আকাশ ভরে গেল রহস্যজনক গোলাপি রংয়ে, হতবাক এলাকাবাসী
রহস্যজনক এক চড়া গোলাপি রংয়ে ভরে গেল সন্ধের আকাশ। যা দেখে স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে যান। পরে এজন্য কাঠগড়ায় চাপে মাঠের নিরীহ ঘাস।
সন্ধের পর তুষারপাত হচ্ছিল। তার মধ্যেই স্থানীয় বাসিন্দারা দেখলেন আকাশটা ক্রমশ গোলাপি রংয়ে ভরে যাচ্ছে। রংটা বেশ চড়া। চড়া গোলাপি রংয়ে আকাশ ছেয়ে যায়। সন্ধেবেলা অরোরার খেলা শুরু হল নাকি! কিন্তু সেটা তো সময় নয় এই রংয়ের খেলার।
তাহলে এ রং আকাশে এল কোথা থেকে? ক্রমশ ঘনীভূত হতে থাকে রহস্য। নানা জল্পনা মাথা চাড়া দেয়। এমনকি আকাশে যখন রহস্যজনক কিছু তখন বাদ যায়না ভীনগ্রহীদের ভাবনাও।
ইংল্যান্ডের বার্মিংহামের আকাশে এই আলো কেবল বার্মিংহাম বলেই নয়, আশপাশের বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। বহু দূরের মানুষেরও আকাশে এই চড়া গোলাপি রং নজর কাড়ে। চরমে ওঠে কৌতূহল।
তবে কৌতূহলের নিরসন হয় দ্রুত। স্থানীয় একটি ফুটবল মাঠের কর্তৃপক্ষ জানিয়ে দেয় আকাশের এই অচেনা রং কোনও মহাজাগতিক কাণ্ড নয়, তাদের ফুটবল মাঠে একটি কর্মকাণ্ডের ফল।
ফুটবল মাঠের ঘাস বাড়াতে ইংল্যান্ডে এলইডি আলো দেওয়ার প্রচলন শুরু হয়েছে। চড়া এলইডি আলোয় ঘাস দ্রুত বাড়ছে। ফলে মাঠ ফুটবল খেলার উপযুক্ত হয়ে উঠছে ঘাসের গালিচায়।
সেই ঘাস বাড়াতে গিয়ে মাঠের বিভিন্ন জায়গায় গোলাপি এলইডি আলো লাগানো হয়েছিল। সেই আলোর প্রতিফলনই তুষারপাতের মধ্যে দিয়ে আকাশে পৌঁছে যায়।
কারণ তুষারপাত হলে তার মধ্যে দিয়ে লম্বা তরঙ্গদৈর্ঘ্যের রং পৌঁছে যেতে পারে আকাশে। এক্ষেত্রেও সেটাই হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা। বিষয়টি জানতে পারার পর রহস্যের জট ছাড়ে। আশ্বস্ত হন বাসিন্দারা।













