কোথাও কিছু ছিলনা, আচমকাই সমুদ্রের ধারে দেখা দিল কমলা রংয়ের রহস্যময় নৌকা
সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে বালির ওপর। সেখানে কিছুই ছিলনা। আচমকাই সেখানে দেখা দিল একটি কমলা নৌকা। স্বাভাবিকভাবেই রহস্যময় নৌকা ঘিরে কৌতূহল চরমে উঠল।
সমুদ্রের ধারে অনেকেই ঘুরতে যান। শহরের মানুষও যান। দূর থেকে আসা পর্যটকেরাও যান। সময় কাটান অনন্ত জলরাশির সামনে। বালিতে শুয়ে বসে অবসর যাপন করেন।
সেখানে সবকিছুই ঠিক ছিল। আচমকাই সেই বালির ওপর দেখা দিল একটি কমলা রংয়ের নৌকা। এত বড় একটা নৌকা কে রেখে গেল এখানে? কেনই বা এটি রাখা? বালির ওপর এমন উজ্জ্বল কমলা রংয়ের নৌকাটিকে দেখে রহস্য ঘনীভূত হয়।
অনেকেই ঘিরে ধরেন সেটিকে। নানা ব্যাখ্যা সামনে আসতে থাকে। নৌকার মধ্যে কি আছে সেটাও উঁকি দিয়ে দেখার চেষ্টা চলতে থাকে। এদিকে একটি রহস্যময় নৌকা সমুদ্রের বালির ওপর দেখা গেছে জানতে পেরে সেখানে হাজির হন উদ্ধারকারী দলের সদস্যরা। তাঁরা নৌকাটি পরীক্ষা করার পর সেখান থেকে একটি ক্রেনের সাহায্যে সরিয়ে নিয়ে যান। খবর নেওয়ার চেষ্টা হয় সেটি এল কোথা থেকে।
সেটা করতে গিয়ে জানা যায় মরক্কো থেকে বেলজিয়াম যাওয়ার পথে সমুদ্রের মাঝেই একটি জাহাজ থেকে এই লাইফবোটটি কোনওভাবে ছেড়ে যায়। তারপর সেটি ভাসতে ভাসতে হারিয়ে যায় সমুদ্রের বুকে। জাহাজটি সেটির খোঁজ করেও পায়নি। ফলে নৌকাটি পাওয়ার আশা ত্যাগ করে জাহাজ গন্তব্যে পাড়ি দেয়।
সেই লাইফবোটটি অবশেষে সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে হাজির হয় ইংল্যান্ডের ডেভনের সিডমাউথ বিচে। নৌকাটির খোঁজ পাওয়ার পর সেটি তার মালিকের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।













