একটানা ৬৮৪টি গান গাইলেন এক ব্যক্তি, সময় নিলেন ৪২ ঘণ্টা
৪৮ ঘণ্টা মানে ২ দিন। এক ব্যক্তি তারমধ্যে ৪২ ঘণ্টা গান গেয়ে চললেন। তাও আবার একটানা। একটি বিশেষ ধরনের গানই গেয়ে যান তিনি।
অনেক জলসা বা অনুষ্ঠানে গায়ক গায়িকারা একের পর এক গান গেয়ে শ্রোতাদের আনন্দ দেন। তবে তা ঘণ্টা ২ বা খুব বেশি হলে আড়াই বা ৩ ঘণ্টা পর্যন্ত দীর্ঘায়ত হয়। কিন্তু কেউ যদি একটানা ১ দিন ১৮ ঘণ্টা গান গেয়ে চলেন তাহলে তো তা খবর হওয়ার দাবি রাখে।
এক ব্যক্তি সেটাই করলেন। ১ দিন ১৮ ঘণ্টা মানে প্রায় ২ দিন। ৬ ঘণ্টা কম। এই দীর্ঘ সময় ধরে একটানা গান গেয়ে চলা যাঁদের অসম্ভব বলে মনে হয় তাঁদের সামনে এ এক বাস্তব উদাহরণ। যে এটাও সম্ভব!
ডেভ পারচেজ নামে এক ব্যক্তি একটানা ৬৮৪টি গান গেয়েছেন। যা গাইতে তাঁর সময় লেগেছে ৪২ ঘণ্টা। এই গানগুলির প্রতিটিই একটি বিশেষ ধরনের। এ গান বড়দিনের বিশেষত্ব। যাকে ক্রিসমাস সং বা ক্রিসমাসের গান বলা হয়।
ইংল্যান্ডের গ্লস্টার শহরের টোস্ট স্যান্ডউইচ শপ নামে একটি দোকানে তিনি এই গানের ম্যারাথনে ব্রতী হন। সেখানেই তিনি টানা গান গাইতে থাকেন। তিনিই বিশ্বের প্রথম ব্যক্তি যিনি ম্যারাথন ক্রিসমাস গান একটানা এতটা দীর্ঘ সময় ধরে গাইলেন।
জিঙ্গল বেলের মত চেনা ক্রিসমাস গান যেমন তাঁর তালিকায় ছিল, তেমনই তাঁর কণ্ঠে ছিল নতুন যুগের ক্রিসমাস গানগুলিও। বিভিন্ন শিল্পীর গাওয়া মোট ৬৮৪টি গান টানা গেয়ে সকলকে চমকে দেন ডেভ। প্রসঙ্গত একটানা গান গাওয়ার এর আগে রেকর্ড ছিল ৪০ ঘণ্টার। সেটা ভেঙে দিলেন ইংল্যান্ডের এই মানুষটি।













